মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১০

চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী মিডিয়া কাপ

ক্রীড়া প্রতিবেদক
চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী মিডিয়া কাপ

চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে চলতি ফেব্রুয়ারি মাসে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী মিডিয়া কাপ-২০২৫। যেখানে চাঁদপুর জেলায় কর্মরত সকল স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা এবং চাঁদপুর থেকে পরিচালিত সরকারি তালিকাভুক্ত অনলাইন নিউজ পোর্টালের সংবাদকর্মীরা অংশ নিতে পারবেন। মিডিয়া কাপের ইভেন্টগুলো হচ্ছে ব্যাডমিন্টন, দাবা ও ক্যারম প্রতিযোগিতা। সাংবাদিকরা নির্ধারিত ব্যাডমিন্টন ও ক্যারম প্রতিযোগিতায় দ্বৈত দল এবং দাবা খেলায় একক হিসেবে খেলায় অংশ নিতে পারবেন। এছাড়া চাঁদপুর প্রেসক্লাবের সদস্যগণ, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সদস্যগণও এ টুর্নামেন্টে অংশ নিতে পারবেন।

আয়োজক সূত্রে জানা যায়, টুর্নামেন্টের এন্ট্রি ফি ইভেন্ট প্রতি একক ১০০ টাকা ও দ্বৈত ২০০ টাকা। টুর্নামেন্টে অংশগ্রহণকারীদেরকে আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে এন্ট্রি ফি জমা দিতে হবে।

টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশসহ কার্যকরী কমিটির সদস্যরা। খেলা পরিচালনার দায়িত্ব পালন করবেন ক্রীড়া সম্পাদক এমআর ইসলাম বাবু। সহযোগিতায় থাকবেন চাঁদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও ক্রীড়া সাংবাদিক অ্যাড. ইয়াসিন আরাফাত (চৌধুরী ইয়াসিন ইকরাম), সাংগঠনিক সম্পাদক তালহা জুবায়ের ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মাজহারুল ইসলাম অনিক।

আয়োজক সূত্রে আরো জানা যায়, প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলি মেনে অংশগ্রহণকারীদের খেলতে হবে। নিয়মাবলি হলো : ১) অংশগ্রহণকারী দ্বৈত দল বা একক সদস্যকে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পরে কোনোভাবেই রেজিস্ট্রেশন গ্রহণযোগ্য হবে না। ২) অংশগ্রহণকারী পত্রিকার ২ সদস্যের দল বা একক প্রতিযোগী চাইলে তিনটি ইভেন্টেই অংশগ্রহণ করতে পারবেন। ৩) অংশগ্রহণকারী পত্রিকার ২ সদস্যের দল বা একক সদস্যকে অবশ্যই চাঁদপুরের স্থায়ী বাসিন্দা, চাঁদপুরে সাংবাদিক হিসেবে সকলের পরিচিত মুখ এবং তার নিজস্ব পত্রিকা হাউজ বা মিডিয়ার নিয়োগপত্র/আইডি কার্ড থাকতে হবে। ৪) খেলা পরিচালনার ক্ষেত্রে সম্মানিত পরিচালকগণের সিদ্ধান্ত চূড়ান্ত। সকলেই পরিচালকগণের দেয়া সকল সিদ্ধান্ত সম্মানের সাথে মেনে নিতে বাধ্য থাকবেন। ৫) খেলাধুলা সংক্রান্ত যে কোনো ধরনের জটিলতা দেখা দিলে সেক্ষেত্রে প্রেসক্লাবের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের মাধ্যমে তা সমাধানের সিদ্ধান্ত গৃহীত হবে। ৬) আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার পর্যন্ত সময়ের মধ্যে চাঁদপুর প্রেসক্লাবে প্রতি ইভেন্টের জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন ফি প্রেসক্লাবে জমা দিয়ে নিজের নাম, কর্মরত হাউজের নামসহ রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে। ৭) রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরদিন অর্থাৎ ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার টস করার মাধ্যমে প্রতিটি ইভেন্টের ফিকশ্চার তৈরি করে জানিয়ে দেয়া হবে। ৮) প্রতিটি ইভেন্ট নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ৯) প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে যে কোনো গুরুত্বপূর্ণ প্রয়োজনে প্রেসক্লাবের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়ের সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত দেয়া হবে।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা বলেন, প্রথমবারের মতো চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে শুরু হচ্ছে প্রেসক্লাব সদস্য ও চাঁদপুরে কর্মরত সংবাদকর্মীদের নিয়ে মিডিয়াকাপ টুর্নামেন্ট। পুরো বছর সদস্যদের নিয়ে খেলাধুলাসহ সামাজিক কর্মকাণ্ড থাকবে। আশা করি, বিভিন্ন ইভেন্টে সদস্যরা অংশগ্রহণ করবেন। প্রতিটি হাউস থেকে সদস্যরা অংশগ্রহণ করলেই টুর্নামেন্টে অনেক জাঁকজমকপূর্ণভাবে হবে। আশা করি, সকলের সহযোগিতা নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে মিডিয়া কাপ শুরু হবে।

সাধারণ সম্পাদক কাদের পলাশ বলেন, আশা করি আমাদের মিডিয়া কাপ টুর্নামেন্টটি অত্যন্ত সুন্দরভাবে হবে। স্থানীয়, জাতীয় এবং প্রেসক্লাবের সকল সদস্য এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন বলে আমরা আশা করছি। আমাদের প্রেসক্লাবসহ সকল সদস্যই খেলাধুলার প্রতি আন্তরিক। এই টুর্নামেন্টে আমাদের ভ্রাতৃপ্রতিম টেলিভিশন ও ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা অংশগ্রহণ করতে পারবেন।

খেলা পরিচালনাকারী সদস্যরা জানান, ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে মিডিয়া কাপ-২০২৫-এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি, চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে আগামী ৮ ফেব্রুয়ারি শনিবার থেকে ১৪ ফেব্রুয়ারি শুক্রবার পর্যন্ত সপ্তাহব্যাপী খেলাধুলার আয়োজন করা হবে। সকল বন্ধুকে খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। প্রতিটি ইভেন্টেই আলাদা আলাদাভাবে খেলা পরিচালনা করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়