মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০৯:৪২

শুক্রবার পুরাণবাজারে শুরু হচ্ছে সানরাইজ ক্লাব ফুটবল টুর্নামেন্ট

চৌধুরী ইয়াসিন ইকরাম
শুক্রবার পুরাণবাজারে শুরু হচ্ছে সানরাইজ ক্লাব ফুটবল টুর্নামেন্ট

আগামী শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৫) ঐতিহ্যবাহী পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হচ্ছে সানরাইজ ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট। খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডসহ বিভিন্ন খেলাধুলায় দীর্ঘদিন ধরে সানরাইজ ক্লাবটি অংশগ্রহণ করাসহ আয়োজকের দায়িত্ব পালন করে থাকে। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করবে পুরাণবাজার ফুটবল একাদশ বনাম নতুনবাজারের তালতলা ক্রীড়া চক্র।

পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠটিকে খেলাধুলায় সচল রাখার জন্যে ক্লাবের পক্ষ থেকে ছয়টি দল নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হলো : চাঁদপুর সোনালী অতীত ক্লাব ফুটবল একাডেমি, তালতলা ক্রীড়া চক্র, ব্রাদার্স ইউনিয়ন চাঁদপুর, পুরাণবাজার ফুটবল একাদশ, মতলব ফুটবল কিংস একাদশ ও কচুয়া উপজেলা ফুটবল দল।

দীর্ঘ বছর পর পুরাণবাজার মাঠে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করবেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। উপস্থিত থাকবেন জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলাররা।

ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে গত ক'দিন ধরে পুরাণবাজার মধুসূদন মাঠের বিভিন্ন সংস্কার কাজ করা হচ্ছে। মাঠের বিভিন্ন স্থানের গর্ত পূরণসহ খেলার উপযোগী করে তোলা হচ্ছে। এ টুর্নামেন্টে প্রতি দলে ৯ জন করে খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবেন। প্রতিটি দলের খেলোয়াড়দের নিয়ম অনুযায়ী উন্মুক্ত করে রাখা হয়েছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার আপ দল প্রাইজ মানিসহ পাবে ট্রফি।

টুর্নামেন্টের আয়োজক ও সাবেক ফুটবলার এবং ক্লাবের কর্মকর্তা সাইফুল ইসলামের সাথে এ প্রতিবেদকের আলাপকালে তিনি বলেন, আমাদের ক্লাবটি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। ক্লাবটি প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা জেলা শহরের বিভিন্ন টুর্নামেন্টে ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেই। চাঁদপুর সদরের পুরাণবাজারের এই মাঠটির অনেক ঐতিহ্য রয়েছে। গত ক'বছর ধরে এ মাঠে নিয়মিত খেলাধুলার আয়োজন করা হয়নি। আমরা অনেকদিন পর ৬টি দল নিয়ে এই খেলার আয়োজন করেছি। খেলাগুলো আমরা লীগ পদ্ধতিতে আয়োজন করবো। আশা করি সঠিক সময়ে শুরু করে সঠিক সময়ে টুর্নামেন্টের ফাইনাল খেলার ব্যবস্থা করা হবে।

পুরাণবাজার মধুসূদন মাঠের ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে ইতোমধ্যে মাঠ সংস্কারসহ মাঠের বিভিন্ন বিষয় দেখতে আসেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ. হামিদ মাস্টার, বর্তমান সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, সাবেক ফুটবলার আনোয়ার হোসেন মানিক, আনোয়ার মাঝি, ক্রীড়া সংগঠক শাহজাহান কবির খোকাসহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা।

পুরাণবাজারের উল্লেখিত ফুটবল টুর্নামেন্ট নিয়ে এ প্রতিবেদকের সাথে জেলার বেশ ক’জন সাবেক ফুটবলার তাদের প্রতিক্রিয়ায় বলেন, মধুসূদন হাই স্কুল মাঠটি খেলার জন্যে অনেক সুন্দর একটি মাঠ ছিলো। মাঠের চারপাশে দখল হওয়ার কারণে মাঠটি অনেক ছোট হয়ে যাচ্ছে। এ মাঠটিতে আমরা অনেক ফুটবল খেলেছি। এছাড়া মাঠের মধ্যে একটি ক্লাব থাকা সত্ত্বেও তারা কখনো কোনো খেলাধুলার আয়োজন করতে পারেনি। এমপির ভাই ও এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নাম ভাঙ্গিয়ে তারা আউটডোর খেলার চেয়ে ইনডোর খেলায় লিপ্ত ছিলো বেশি। এছাড়া ওই ক্লাবটি খেলাধুলায় খেলোয়াড়দের জন্যে কিছু করতে না পারলেও ক্লাবের কিছু অসাধু কর্মকর্তা তাদের পকেট ভারি করার জন্যে এ মাঠটিতে বিজয় মেলাসহ এই ক্লাবের মাধ্যমে শহরের পৌর পার্কে জুয়ার আসর বসিয়ে লক্ষ লক্ষ টাকা রুজি করেছেন। ফ্যাসিবাদী সরকারের নাম ভাঙ্গিয়ে এলাকার বিভিন্ন মানুষদের সালিস-দরবার করে গেছেন অন্যায়ভাবে।

সাবেক ফুটবলাররা ও বিভিন্ন ক্রীড়া সংগঠকরা এ প্রতিবেদককে আরো বলেন, অনেকদিন পর হলেও সানরাইজ ক্লাব ভালো একটি উদ্যোগ নিয়েছে। তাদের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এছাড়া এই মাঠটিতে যদি বিভিন্ন সময়ে বড়ো বড়ো কোম্পানির পৃষ্ঠপোষকতায় নিয়মিত ফুটবল ও ক্রিকেট লীগ খেলার আয়োজন করা হয়, তাহলে ঐতিহ্যবাহী পুরাণবাজারের খেলার গৌরব পুনরায় ফিরে আসবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়