প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০৯:৩৯
ক্লেমনের খুদে ক্রিকেটারদের সাথে জেলা প্রশাসক
চাঁদপুর আউটার স্টেডিয়ামে অনুশীলনরত ক্লেমন ক্রিকেট একাডেমীর খুদে ক্রিকেটারদের খেলার খোঁজ খবর নিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
শনিবার (১৮ জানুযারি ২০২৫) বিকেলে চাঁদপুর জেলার অনূর্ধ্ব ১৮ বয়সভিত্তিক বিভাগীয় পর্যায়ে জয়লাভকরী ক্রিকেট দলের সদস্যদের মাঝে ট্রাকস্যুট বিতরণ করেন তিনি। ট্রাকসুট বিতরণশেষে খুদে ক্রিকেটারদের সাথে মিলিত হন। চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য মারজুক মুঈদ ঐশ্বর্যের পক্ষ থেকে বয়সভিত্তিক ক্রিকেট দলের হাতে ট্রাকস্যুটগুলো তুলে দেন জেলা প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটর সদস্য অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম, জেলার ক্রিকেট কোচ ও ক্রীড়া সংগঠক নজরুল ইসলাম, বয়সভিত্তিক ক্রিকেট দলের কোচ পলাশ কুমার সোম ও কোচ রাজন সহ ক্রিকেটাররা।
চাঁদপুর জেলা বয়সভিত্তিক অনূর্ধ্ব ১৮ ক্রিকেট দল জেলা পর্যায়ে থেকে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অজন করে। জেলা দলটি ২য় বারের মতো বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। জেলা দল তাদের এ ধারাবাহিকতা যেনো ধরে রাখতে পারে এ জন্যে সকলের কাছে দোয়া চেয়েছে।