প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০৯:৩৭
সিঁড়ি যখন খেলার দর্শক গ্যালারী
ছবির এ দৃশ্যটিতে লোকজন সিঁড়ির রেলিংগুলো শক্ত করে ধরে আছে খেলা দেখার জন্যে। এটি কাঠ দিয়ে করা হয়েছে ব্যবসায়িক এলাকা পুরাণবাজার ভুঁইয়ার ঘাট এলাকায়। ব্যস্ত ঘাট হিসেবে এই জায়গা দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত দেশের বিভিন্ন স্থানের মালামাল ওঠানামা করা হয়। এক প্রান্ত থেকে শ্রমিকরা মাল উঠিয়ে উপরে দোকান ও গোডউনে আনে, আবার অপর প্রান্ত দিয়ে সিঁড়ি বেয়ে মাল নিয়ে ট্রলারে পৌঁছিয়ে দেয়। আবার একই স্থানে পন্টুন থাকাতে শরীয়তপুর সহ জেলার বিভিন্ন চরাঞ্চলের মানুষ এ ঘাটটি ব্যবহার করে। গত ক'দিন আগে নদীর পানি কিছুটা শুকিয়ে যাওয়ার ফলে মাঝখানে চর জেগে ওঠায় স্থানীয় বেশ ক'জন যুবক মিলে জিয়া ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। প্রতিদিন দুপুরের পর থেকে এ টুর্নামেন্টের খেলাগুলো শুরু হয়। মাঠের চারপাশে তো ক্রীড়ামোদী দর্শকরা খেলা দেখেন এবং শিশুরা উপরে বসে খেলা দেখার জন্যে একসাথে এভাবে জড়ো হয়। পাশাপাশি শ্রমিকরা মালামাল উঠাতেও ব্যস্ত থাকেন এই সময়টিতে। ছবিটি শনিবার বিকেলে তোলা। ছবি-ইয়াসিন ইকরাম।