মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০৯:৩৭

লক্ষ্য মাঠে নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ ও আয়োজন করা

নাজিরপাড়া ক্রীড়া চক্রের ৫১ সদস্য বিশিষ্ট কমিটিসহ উপদেষ্টা কমিটি গঠন

চৌধুরী ইয়াসিন ইকরাম
নাজিরপাড়া ক্রীড়া চক্রের ৫১ সদস্য বিশিষ্ট কমিটিসহ উপদেষ্টা কমিটি গঠন

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত ঐতিহ্যবাহী নাজিরপাড়া ক্রীড়া চক্রের ৫১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটিসহ ১৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এ ক্লাবটি দীর্ঘদিন ধরে খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম ও সমাজসেবায় জেলা শহরে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে।

১৯৮৫ সালে ৭ জন প্রতিষ্ঠাতা সদস্য নিয়ে ক্লাবটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠাতা সদস্য মো. মুরাদ, শরীফ মো. আশ্রাফুল হক, আনোয়ার পারভেজ, সোহেল রানা সোহাগ, ওয়াহিদুর রহমান লাবু, মাসুদুর রহমান ও দেওয়ান মো. হেলালের অকাল পরিশ্রমের মাধ্যমে ১৯৯৭ সালে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ২য় বিভাগ ক্রিকেট লীগে অংশগ্রহণ করে। ক্লাবটি ১৯৯৮ সালে ২য় বিভাগ ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন হয়ে প্রথম বিভাগ ক্রিকেট লীগে উঠে এবং ২০০২ সালে এ ক্লাবটি ফুটবল লীগে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ক্লাবটির নিয়মিত খেলাধুলা চালানোর জন্যে নতুনভাবে কমিটি গঠন করা হয় ক্লাবের সদস্যদের সম্মতি নিয়ে।

শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) ক্লাবটির নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভায় কার্যকরী কমিটির সদস্যসহ উপদেষ্টাদের নাম ঘোষণা করা হয়।

ক্লাবের ১৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টারা হলেন: মুনির চৌধুরী, জিয়াউর রহমান বেলাল, ফারুক দেওয়ান, মো. সেলিমুস সালাম, ডা. এ বি এম গোলাম মাহবুব, মফিজুল ইসলাম চৌধুরী, জাহিদুল ইসলাম চৌধুরী, শাহ আলম মাঝি, ইদ্রিছ আলী জাপানি, তফিজ খান, মো. জামান পাটওয়ারী, মো. মজিবুর রহমান লিটন, আনোয়ার হোসেন বাচ্চু, আবুল বাশার পাটওয়ারী ও আবুল কাশেম।

ক্লাবের ২০২৪-২০২৭ বর্ষের কার্যকরী পরিষদের সভাপতি কাজী মাইনুল হক জীবন, সাধারণ সম্পাদক শরীফ মো. আশ্রাফুল হক, সহ-সভাপতি ডা. মো. ছফিউল্লাহ, শরীফ উদ্দিন পলাশ, স্বপন চৌধুরী, শাহজাহান মাঝি, আবদুল কাদের দেওয়ান মিন্টু, শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, বিএম হান্নান, রোটা. আবদুল্লাহ আল মামুন, মো. জাকির দেওয়ান, রফিকুল ইসলাম, আবু তাহের, খাজা আহমেদ, সহ-সাধারণ সম্পাদক দেওয়ান মো. হেলাল, মো. মাছুদুর রহমান, কাউছার চৌধুরী, জিয়াউল আমিন দিপু, বাতাস মিয়াজী, ফেরদৌস খান, মশিউর রহমান, কামাল খান, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হোসাইন সুমন, রাকিব হোসেন মালু, কোষাধ্যক্ষ মো. আনোয়ার পারভেজ, ক্রীড়া সম্পাদক ওয়াহিদুর রহমান লাবু, সহ-ক্রীড়া সম্পাদক পারভেজ দেওয়ান, আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক আহনাফ তাহমিদ, সহ-দপ্তর সম্পাদক ইসমাইল খান শাওন, প্রচার সম্পাদক নুরে আলম নয়ন, সহ-প্রচার সম্পাদক এমরান হোসেন সিডু, ম্যাগাজিন ও প্রকাশনা সম্পাদক জেহেদী হাসান রনি, সহ-ম্যাগাজিন ও প্রকাশনা সম্পাদক সাদ্দাম, মহিলা সম্পাদিকা নীলুফার ইয়াছমিন, সাংস্কৃতিক সম্পাদক আহসান উল্লাহ পলাশ, সহ-সাংস্কৃতিক সম্পাদক নুরুল ইসলাম (নূরী), লাইব্রেরি সম্পাদক মো. রিশাদ দেওয়ান, সহ-লাইব্রেরি সম্পাদক শাহিদুল ইসলাম তন্ময়, সমাজকল্যাণ সম্পাদক মো. মামুন দেওয়ান, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মো. জান্নাত দেওয়ান, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক টিটু দেওয়ান, সহ-অ্যাপায়ন ও বিনোদন সম্পাদক নাছির খান ও সাগর দেওয়ান। সদস্য : আলহাজ্ব ওমর পাটওয়ারী, ইব্রাহীম কাজী জুয়েল, নাজিরউল্লা মজুমদার (সেন্টু), আরিফ মো. আজিজুল হক ও শরীফুল ইসলাম গাজী।

ক্লাবের নবাগত সভাপতি কাজী মাইনুল হক জীবন এ প্রতিবেদককে বলেন, এ ক্লাবটি নিয়মিত খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত রয়েছে। ক্লাবের পক্ষ থেকে নিয়মিত খেলাধুলার আয়োজন করা হবে। আমাদের খেলাধুলা নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের সন্তানরা অংশগ্রহণ করবে। আমরা ক্রিকেট ও ফুটবল প্রশিক্ষণের আয়োজন করবো। আমাকে ও শরীফুলকে পূর্ণভাবে সকলেই সমর্থন করলে আমরা সকল কিছু সুন্দরভাবে শেষ করতে পারবো।

ক্লাবের সাধারণ সম্পাদক শরীফ আশ্রাফুল হক এ প্রতিবেদককে বলেন, আমরা নিয়মিতভাবে মাঠে খেলতে চাই। এলাকার সকলের সহযোগিতা থাকলে ক্লাবটি অনেক দূর এগিয়ে যাবে। ক্লাবের খেলোয়াড়দেরকে নিয়ে আমরা অনুশীলনের ব্যবস্থা করার চেষ্টা করবো। আমরা যাতে আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি এ জন্যে সকলের সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করছি।

ক্লাবের বেশ ক'জন কর্মকর্তা বলেন, এ ক্লাবটি ২০০৪ সালে ঢাকায় নিটল টাটা জাতীয় ফুটবল লীগ, জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত টি-২০ ক্রিকেট, ক্লাব কাপ ফুটবল, জেলা লীগসহ বিভিন্ন টুর্নামেন্টেই সুনামের সাথে খেলে চ্যাম্পিয়ন ও রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে। আমরা খেলাধুলার মাধ্যমে আমাদের ধারাবাহিকতা ধরে রাখতে চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়