প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ২০:৩৭
চাঁদপুর স্টেডিয়াম পরিদর্শনে ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব
চাঁদপুর স্টেডিয়াম ও আউটার স্টেডিয়ামের সুইমিংপুলের অধিকতর উন্নয়নসহ ইনডোর স্টেডিয়াম নির্মাণ সাইট পরিদর্শন করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) যুগ্ম সচিব মোঃ শামছুল আলম। শনিবার (৭ ডিসেম্বর ২০২৪) দুপুরে এই পরিদর্শনে আসেন তিনিসহ জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাগণ। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন প্রকল্প পরিচালক মাহবুব মোরশেদ সোহেল (উপ-সচিব), চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক শফিকুল ইসলাম, মো. আওলাদ হোসেন, ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম, জেলার ক্রিকেট কোচ শামীম ফারুকী, সমন্বয়ক ঐশ্বর্য, মোরসালিনসহ অন্যরা। স্টেডিয়াম সূত্রে জানা যায়, চাঁদপুর স্টেডিয়াম ও আউটার স্টেডিয়ামে চলমান কাজগুলো দ্রুত করার জন্যেই পরিদর্শন করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের কমকর্তাগণ। কাজগুলো দ্রুত শেষ করার নির্দেশনা দেন তাঁরা।