প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০৮:১৮
বাংলাদেশের উগান্ডার সাপোর্টার

এবারই প্রথম ক্রিকেট বিশ্বকাপের বড় মঞ্চে আফ্রিকান দেশ উগান্ডা। জিম্বাবুয়েকে টপকে একেবারে সারপ্রাইজিং প্যাকেজ হয়ে আটলান্টিক পাড়ে অনুষ্ঠিত বিশ্বকাপে এসেছে দেশটি। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচেই বুঝিয়ে দিল, কেবল খেলার উদ্দেশে না, কিছু একটা করে দেখাতেই তাদের বিশ্বমঞ্চে আগমন।
প্রতিপক্ষ পাপুয়া নিউগিনিকে হারিয়েছে উগান্ডা। ক্রিকেট বিশ্বে আগমন আফ্রিকান এই দেশটির বাংলাদেশে একজন সাপোর্টার পাওয়া গেছে। তাকে উগান্ডার জার্সি পড়ে তার ফেসবুক পেইজে ছবিও পোস্ট করতে দেখা যায়।
উগান্ডার এই সাপোর্টারের নাম খেলাধুলা সামগ্রী ব্যবসায়ী ওকে স্পোর্টসের মোঃ শরিফ পাটোয়ারী।
তিনি বলেন,আমি বাংলাদেশের একমাত্র উগান্ডার ক্রিকেট সাপোর্টার।আমি মনে করি বাংলাদেশ দিন দিন অবনতি হচ্ছে ক্রিকেট খেলায়।বাংলাদেশ দল যদি ভালো করতে চায় তাহলে বাংলাদেশ ক্রিকেটের হেড কোচ অতি শীঘ্রই বিদায় করতে হবে এবং বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারদের স্টেমিনা বাড়ানোর জন্য
বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে কমান্ডো ট্রেনিং তিন মাসের কোর্স করাইতে হবে।তাহলে দেখবেন দলের চেহারা পাল্টিয়ে যাবে।
শরীফ পাটোয়ারী আরো বলেন,
আমাদের কষ্ট লাগে আমাদের টিম যখন অন্যের সাথে ফাইটিং ছাড়া হেরে যায়।
রাজনীতি মুক্ত ক্রিকেট দেখতে চাই।
তাঁর মতে,যে সকল প্লেয়ার ভালো খেলবে তাদেরকে ভালো সুযোগ-সুবিধা দিতে হবে। যারা খারাপ খেলবে দেশের সাথে গাদ্দারি করবে তাদেরকে দল থেকে বের করে দিতে হবে। যারা দর্শকের ইমোশন নিয়ে খেলা করে তাদের ক্রিকেট খেলার কোন যোগ্যতা নাই।
নতুন নতুন দেশগুলো অনেক উন্নতি করতেছে আমাদের ক্রিকেট দিন দিন অবনতি হচ্ছে। এটার কারণ খুঁজে বের করতে হবে কি কারনে আমাদের ক্রিকেট দিন দিন এমন তদকরুন দশা হচ্ছে।
শরীফ পাটওয়ারী বলেন, আজকাল দেখা যাচ্ছে আমাদের ক্রিকেট টিম বিদেশ সফর করে পিকনিকের মত তাদের ভিতরে কোন সিরিয়াসলি কাজ করে না। পরিশেষে একজন সাধারন দর্শক হিসেবে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি চাই।