শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

প্রিমিয়ার টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট অংশ নিচ্ছে হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
প্রিমিয়ার টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট অংশ নিচ্ছে হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি

আগামী শুক্রবার থেকে হাজীগঞ্জ উপজেলায় শুরু হচ্ছে হাজীগঞ্জ প্রিমিয়ার টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২-এর খেলা। হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলার ৩২টি দল নিয়ে হচ্ছে এই টুর্নামেন্টের খেলা। এতে অংশগ্রহণ করতে যাচ্ছে কলম সৈনিকদের সংগঠন হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি দল।

হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়, আগামী ১৭ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ৯টায় হাজীগঞ্জ পাইলট হাই স্কুল মাঠে ডাঃ মোস্তফা ক্রিকেট একাডেমীর মুখোমুখি হবে হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি দলের খেলোয়াড়রা। নকআউট পদ্ধতির টুর্নামেন্টে অংশ নিয়েছে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও এলাকাভিত্তিক মহল্লার দলগুলো।

এই টুর্নামেন্ট উপলক্ষে গত ক’দিন ধরে হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি দলের সকল খেলোয়াড় নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন। রিপোর্টার্স ইউনিটির কোচের দায়িত্বে রয়েছেন সাইফুল ইসলাম সিফাত।

হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি দলের খেলোয়াড় ও কর্মকর্তারা হলেন : শরিফ মজুমদার (ক্যাপ্টেন), মোহাম্মদ উল্যাহ বুলবুল (সহঃ ক্যাপ্টেন), জেএস টিপু (টিম ম্যানেজার)), এস এম মিরাজ মুন্সি, আকরাম হোসেন, মোঃ রুবেল, আব্দুল কাদের, রাকিব মাহমুদ, তারেক আজিজ, রাকিব হোসেন, মনিরুজ্জামান বাবলু, মোশারফ হোসেন, জহির হোসেন, মেহেদি হাসান রিমেল, মাঈনুদ্দিন মিয়াজি, হোসেন বেপারী, নূর মোহাম্মদ, মেহেদী হাসান, মির্জা মানিক ও ইমাম হোসেন হীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়