প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
বন্ধু ব্যাচ ইলিশের বাড়ি ০২-০৪ টুর্নামেন্ট
মাতৃছায়া ক্রিকেটার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন রিভার সাইড চাঁদপুর
চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বন্ধু ব্যাচ ইলিশের বাড়ি ০২-০৪-এর দিনব্যাপী প্রীতি ক্রিকেট ম্যাচ। ৩ ফেব্রুয়ারি শনিবার একই ব্যাচের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ৪টি দল গঠন করে ক্রিকেট ম্যাচ খেলতে নামেন। দিনব্যাপী এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রিভার সাইড চাঁদপুর দল। ফাইনালের ম্যাচটি অনুষ্ঠানের অতিথিসহ মাঠে উপস্থিত ক্রিকেটার ও ফুটবলাররা সুন্দরভাবে উপভোগ করেন। ফাইনালের ম্যাচটি ছিলো চার ও ছক্কার খেলা। মাঠে খেলায় অংশ নেয়া ক্রিকেটারদের উৎসাহ দিয়েছেন স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যরা। টুর্নামেন্টে মাতৃছায়া ক্রিকেটার্সকে হারিয়ে প্রথমবারের মতো রিভারসাইড চাঁদপুর চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার প্রথমে ব্যাট করে মাতৃছায়া ক্রিকেটার্স। তারা নির্ধারিত ৭ ওভারে ৮৮ রান করে। দলের পক্ষে ইমন সরকার ১৮ বলে ৩৪ রান করেন। রিভার সাইড চাঁদপুরের দলটি ৮৯ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। দলের খেলোয়াড়রা ৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯০ রান করেন। দলের পক্ষে সাইফ সোহাগ ১১ বলে ৩৯ রান করেন। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।
টুর্নামেন্টের আহ্বায়ক হাবিবুর রহমান পাটওয়ারী ও সদস্য সচিব রাকিবুল হাসান খান এ প্রতিবেদককে জানান, টুর্নামেন্টে সেরা ব্যাটসম্যান ইমন সরকার, সেরা বোলার অজয় সেন, সেরা ফিল্ডার সাফাউদ্দিন আহমেদ ও টুর্নামেন্টের ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছেন সাইফ সোহাগ।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, এই দিনটি অনেক আনন্দের। বন্ধুদের নিয়ে সুন্দর একটি পরিবেশে যে খেলাধুলা হয়েছে তা দেখে আমি অভিভূত। বন্ধুদের এই মিলনমেলা একটা সুন্দর দৃষ্টান্ত ও অনুকরণীয়। আমরা বন্ধুরাও মাঝে মাঝে একত্রিত হয়ে মিলিত হই। এই দিনটি সকল বন্ধুর জন্যেই একটি আনন্দের দিন। এখানে এসে দেখলাম, অনেক সাবেক ক্রিকেটার রয়েছেন এবং তারা মাঠে খেলতে নেমেছেন। এখান থেকে অনেক ক্রিকেটারকে এখন মাঠে নামালে আশা করি তারা ভালোই ক্রিকেট খেলতে পারবেন। এ ধরনের আয়োজনে সবসময়ই আমার সহযোগিতা থাকবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাডঃ হুমায়ুন কবির সুমন তার বক্তব্যে বলেন, বন্ধুদের নিয়ে যেদিন মিলন মেলা ও খেলাধুলা হয় সেদিনটি খুবই ভালো লাগে। দিনব্যাপী খেলাধুলায় সকল বন্ধু ও তাদের পরিবারের সদস্যরা অংশ নিয়েছে। এই মিলনে সকলের সাথে সকলের দেখা হয়েছে এবং বন্ধন আরো দৃঢ় হয়েছে। অংশগ্রহণকারী সকলের প্রতি রইলো শুভ কামনা। ব্যাচের যখন যার যে কোনো কাজে প্রয়োজন পড়বে, আমি সকল ধরনের সেবা দিতে প্রস্তুত রয়েছি।
টুর্নামেন্টে অংশ নিয়েছিলো ব্যাচের ৪টি দল। দলগুলো ছিলো টিম ডাকাতিয়া, রিভার সাইড চাঁদপুর, বালুর মাঠ এক্সপ্রেস চাঁদপুর ও মাতৃছায়া ক্রিকেটার্স চাঁদপুর। প্রতিটি দলেই ১৩ জন করে ক্রিকেটার অংশ নেন। প্রতি দলই রঙ্গিন ড্রেসে দলের জার্সি পরে খেলতে নামে।
টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো ও দলের খেলোয়াড়রা হলেন--
রিভার সাইড চাঁদপুর : সাইফ সোহাগ, মনির, নাসির, পাভেল, সুবল, নূর মোহাম্মদ বাবু, শোভন, কেএম ফজলুল হক, রাব্বানী রাজু, অরবিন রিয়াদ, আসিফ ইকবাল (কাঞ্চন), তুহিন ও সুমন। দলের মালিক আবু নাসের ও টিম ম্যানেজার জাকারিয়া মারুফ।
মাতৃছায়া ক্রিকেটার্স : ফজলে রাব্বি, নাইয়ান, ইমন সরকার, সোহাগ খান, মাইনুদ্দিন, সাফা উদ্দিন, অজয় সেন, রুবেল বাবু, রবিউল রনি, ইয়াছিন, সাঈদ পাটোয়ারী, জামিল হায়দার ও নিপু। দলের মালিক মহিবুল আহসান নিপু ও টিম ম্যানেজার ফজলে রাব্বি পাটওয়ারী।
বালুর মাঠ এক্সপ্রেস চাঁদপুর : রকিবুল হাসান, কাউসার, পারভেজ (হাবিব), মির্জা ইউসুফ, সাখাওয়াত, ভূঁইয়া সোহাগ, সাখাওয়াত বর্ণ, হুমায়ুন, রানা গাজী, রিপন পাটয়োরী, হাবিবুর রহমান পাটোয়ারী, রাসেল সিদ্দিক ও গাজী আলামিন। দলের মালিক মোরসালিন খান ও টিম ম্যানেজার মোহাম্মদ পারভেজ হোসাইন।
টিম ডাকাতিয়া : আলামিন, সবুজ, আতাউর রহমান পারভেজ, রুবেল খান, কামাল হোসেন, সাদ্দাম হোসেন, আমিন, মাহাবুব, জয় সাহা, প্রিন্স রাসেল, অপু দত্ত, জামাল সুমন ও রায়হান। দলের মালিক সাদ্দাম হোসাইন ও সোহেল আহম্মদ পাটওয়ারী।
বন্ধু ব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের ৫ম আসর পরিচালনার দায়িত্বে ছিলেন আহ্বায়ক হাবিবুর রহমান পাটওয়ারী, সমন্বয়কারী মোঃ মাইনুদ্দিন, সদস্য সচিব রাকিবুল হাসান খান, সদস্য সাফা উদ্দিন আহমেদ, এমএইচ খান জনি, ইমন সরকার ও সোহাগ খান।
ফাইনাল খেলা শেষে দিনব্যাপী টুর্নামেন্টে অংশ নেয়া খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে ব্যাগ, টি শাট ও ট্রফি তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।