প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ১৮:২০
মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণপুর ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণপুর ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। ১৬ ডিসেম্বর সকাল থেকে কলেজ মাঠে দুটি পর্বে দিবসের কর্মসুচি পালন করা হয়।
|আরো খবর
১ম পর্বে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০ টায় স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় সংগীত পরিবেশনের পর কলেজের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
২য় পর্বে কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ পর্বে ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে ১০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, উপস্থিত বক্তব্য, যেমন খুশি তেমন সাজো, শিক্ষক কর্মচারীদের দৌড় প্রতিযোগিতা এবং গভর্নিং বডির সদস্যদের গোলক নিক্ষেপ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে কলেজের শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারীদের সহযোগিতায় ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন এর সভাপ্রধানে এবং সহকারী অধ্যাপক রণজিৎ বসুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. বজলুর রশিদ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মো. মোসলেহ উদ্দিন, গভর্নিং বডিরধ সদস্য মো. রাশেদ খান, মো. কামরুজ্জামান মুন্সি কাকন, নারায়ণপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. জাহিদ খান বাবু।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
ছবির ক্যাপশনঃ মহান বিজয় দিবসে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন নারায়ণপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. বজলুর রশিদ মজুমদারসহ অতিথিবৃন্দ।