বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৪ আগস্ট ২০২১, ০০:০০

আউটার স্টেডিয়ামে চলছে চাঁদপুর সোনালী অতীত ফুটবল একাডেমির অনুশীলন

আউটার স্টেডিয়ামে চলছে চাঁদপুর সোনালী অতীত ফুটবল একাডেমির অনুশীলন
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

বাংলাদেশ জাতীয় ফুটবল দলসহ ঢাকা মোহামেডান, আবাহনী, ব্রাদার্স ইউনিয়নসহ বিভিন্ন দলের সাবেক খেলোয়াড়দের নিয়ে গড়া হয়েছে চাঁদপুরের সোনালী অতীত ক্লাব।

আর এই ক্লাবের ফুটবল একাডেমির উদ্যোগে চাঁদপুর আউটার স্টেডিয়ামে চলছে ফুটবলারদের অনুশীলন। এই অনুশীলনে অংশ নিচ্ছে চাঁদপুরের ১০ বছর বয়স থেকে শুরু করে ১৫, ১৬ ও ১৭ বছর বয়সী নারী ফুটবলারসহ অন্যান্য ফুটবলার।

করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার কারণে উক্ত একাডেমির পক্ষ থেকে আউটার স্টেডিয়ামে ফুটবল অনুশীলন শুরু করা হয়েছে। ফুটবল প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন জাতীয় দলে খেলা চাঁদপুরের সাবেক ফুটবলার ও ফুটবল কোচ আনোয়ার হোসেন মানিক। শনিবার বিকেলে এই প্রতিবেদক আউটার স্টেডিয়াম এলাকায় গিয়ে দেখেন, তিনি বিভিন্ন বয়সী ছেলে ও মেয়ে ফুটবলারদের নিয়ে ফুটবল প্রশিক্ষণে ব্যস্ত। এই প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি জানান, আমাদের একাডেমির মাধ্যমে আমরা অনুশীলনের করছি। এর আগেও অনেক ফুটবলারকে আমরা একাডেমির মাধ্যমে অনুশীলনের ব্যবস্থা করেছি। চাঁদপুর স্টেডিয়াম মাঠ ও আউটার স্টেডিয়াম মাঠের মধ্যে যখনই যেখানে সুযোগ পেতাম আমি ও জাহাঙ্গীর গাজী মিলে ফুটবলারদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করতাম। জাহাঙ্গীর গাজী এখন কুমিল্লাতে সেনাবাহিনী ফুটবল দলের প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন। আমি এখন খুদে ফুটবলারদের নিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছি।

তিনি এই প্রতিবেদককে আরো বলেন, আমাদের ফুটবল একাডেমির সাবেক ফুটবলার মনোয়ার হোসেন চৌধুরীসহ অনেকে মিলিয়ে আমরা এই ফুটবলারদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছি। আমাদের একাডেমিতে চাঁদপুর শহরের পুরাণ বাজার ও নতুন বাজারসহ বিভিন্ন এলাকার স্কুল ও কলেজ পড়ুয়া অনেক ফুটবলার অনুশীলনে অংশ নিচ্ছেন।

এ ফুটবল অনুশীলনে অংশ নেয়া অনেক প্রমিলা ফুটবলার অনেক দরিদ্র পরিবারের সন্তান। তাদেরকে আমিসহ আমাদের একাডেমির অনেকেই তাদের খেলার সরঞ্জামাদি কিনে দিচ্ছি। একটি ভালো দিক হচ্ছে, একাডেমিতে অনুশীলন করা মেয়ে এবং ছেলে ফুটবলারগণ নিয়মিত অনুশীলনে অংশ নিচ্ছে। অনুশীলন শেষে ফুটবলারদের যে একটু খাবারের ব্যবস্থা করবো সেটা অনেক সময় করা হয় না। এ জেলা শহরে অনেক বিত্তবান ক্রীড়াবিদ রয়েছেন, তারা যদি ফুটবলারদের উন্নয়নের জন্যে অনুশীলন শেষে তাদের খাবারের ব্যবস্থা করতেন তাহলে তারা অনুশীলনের জন্যে আরো আগ্রহী হতো।

আউটার স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, অনুশীলনে অংশ নিয়েছে প্রমিলা ফুটবলার আফরোজা আক্তার, সুমাইয়া, পিংকি, মৌসুমি ও আদন। ছেলেদের মধ্যে অংশ নিয়েছে সাজিদ, আদর, তানজিল, মামুন, ইভান, আরমান, তামিম, তাওহীদ, নাঈম, চাঁদ বণিক, জয় বণিক, অনিক, অর্পণ, শাহরিয়ার, সিয়াম, মুত্তাকিন, তৌহারি সহ অন্যান্য ফুটবলার।

ফুটবলার আদর, চাঁদ, তানজিল, তাওহীদ, জান্নাতুল ফেরদৌস ও সুমাইয়াদের সাথে আলাপকালে তারা জানান, আমরা চাঁদপুর সোনালী অতীত ফুটবল একাডেমির মাধ্যমে অনেকদিন ধরে অনুশীলন করে যাচ্ছি। এই একাডেমিতে অনুশীলন করার মাধ্যমে আমরা ইতিমধ্যে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে চাঁদপুর সদরসহ অন্যান্য দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলাম। বর্তমানে আমরা ফুটবল কোচ আনোয়ার হোসেন মানিক স্যারের মাধ্যমে অনুশীলন করে যাচ্ছি।

তারা আরো বলেন, আমরা নিয়মিত প্রতিদিন বিকেল তিনটায় একাডেমিতে আসি এবং আমরা আমাদের কোচের মাধ্যমে অনুশীলন শুরু করি। আমরা চাই, চাঁদপুর থেকে একসময় যে রকম ঢাকায় জাতীয় ফুটবল দলসহ মোহামেডান-আবাহনীর মতো ক্লাবে চাঁদপুরের অনেক ফুটবলার খেলেছেন, আমরাও সেই ভাবেই পুনরায় চাঁদপুরের হয়ে সে সমস্ত দলে খেলতে চাই। আমাদের চাঁদপুরে অনেক বিত্তবান ক্রীড়াবিদসহ অনেকেই রয়েছেন, তারা যদি আমাদের অনুশীলনসহ বিভিন্ন খেলাধুলার ব্যাপারে সহযোগিতায় এগিয়ে আসতেন তাহলে অনুশীলনে আমাদের সুযোগ আরো সহজতর হতো। আমরা খেলাধুলার ব্যাপারে বা অনুশীলনের ব্যাপারে সকলের সহযোগিতা তথা পৃষ্ঠপোষকতা প্রত্যাশা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়