প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ১১:৫৭
চাঁদপুুর স্টেডিয়ামে শুরু হয়েছে ২য় বিভাগ ক্রিকেট লীগ

চাঁদপুর স্টেডিয়ামে শুরু হয়েছে ২য় বিভাগ ক্রিকেট লীগ-২০২৩। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জাহিদুল ইসলাম রোমানের পৃষ্টপোষকতায় লীগে অংশ নিয়েছে ৮টি দল।
|আরো খবর
শনিবার (২৫ নভেম্বর ) সকালে চাঁদপুর স্টেডিয়ামে লীগের উদ্ধোধনী অনুষ্ঠানে খেলোয়াড়দের সাথে পরিচিত হন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটর মজিবুর রহমান রাসেল , জুলফিকার আলী ভুট্রো, জেলা আম্পায়ার এন্ড স্কোকারার অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক অ্যাডঃ বিশ^জিত কর রানা, জেলা কোয়াবের সাধারন সম্পাদক ক্রিকেটার হানিফ ঢালী হীরা সহ উদ্ধোধনী অনুষ্ঠানে অংশ নেয়া দু’দলের খেলোয়াড় ও কর্মকতারা।
উদ্ধোধনী দিনে সকালে এবং দুপুরে ২টি ম্যাচে খেলবে ৪টি দল। সকাল ৯টার ম্যাচে অংশ নেয় মাতৃছায়া চাঁদপুর ক্রিকেটার্স ও শেখ কামাল স্পোর্টস একাডেমী গ্রীন এবং দুপুরের ম্যাচে অংশ নিবে শেখ কামাল স্পোটর্স একাডেমী রেড ও অঙ্গীকার ক্রীড়া চক্র।
চাঁদপুর স্টেডিয়ামে প্রায় ৯বছর পর শুরু হওয়া এ ক্রিকেট লীগে ২টি গ্রুপে অংশ নিয়েছে ৮টি দল। ক গ্রপে ঃ- মাতৃছায়া ক্রিকেট একাডেমী, টিম ডাকাতিয়া, শেখ কামাল স্পোর্টস একাডেমী গ্রীন ও শাহারাস্তি ক্রিকেট একাডেমী। খ গ্রুপে রয়েছে ঃ- শেখ কামাল স্পোটর্স একাডেমী রেড, ক্রিকেট কোচিং সেন্টার জুনিয়র, অঙ্গীকার ক্রীড়া চক্র ও চাঁদপুর ক্রিকেট একাডেমী ব্লুজ।