বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০০:০০

শেখ রাসেল বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল-২০২৩

কাল কক্সবাজারের সাথে লড়বে চাঁদপুর জেলা দল

কাল কক্সবাজারের সাথে লড়বে চাঁদপুর জেলা দল
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হয়েছে শেখ রাসেল বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩। টুর্নামেন্টের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা। টুর্নামেন্টে চাঁদপুর জেলা সহ বিভাগের ১২টি দল অংশ নিচ্ছে। কাল ২৬ অক্টোবর চাঁদপুর দল প্রথম ম্যাচ খেলতে নামবে।

গত ১৮ অক্টোবর থেকে বিভাগীয় পর্যায়ের খেলা শুরু হয়েছে। ৪টি গ্রুপে বিভাগের ১২টি দল খেলবে। গ্রুপ 'এ'তে রয়েছে লক্ষ্মীপুর, নোয়াখালী ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। গ্রুপ 'বি'তে রয়েছে কুমিল্লা, বান্দারবান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থা। গ্রুপ 'সি'তে রয়েছে ফেনী, কক্সবাজার ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা এবং গ্রুপ 'ডি' তে রয়েছে রাঙ্গামাটি , খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফুটবল দল।

নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে গত বুধবার বিকেলে শেখ রাসেল চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম এ টুর্নামেন্ট উদ্বোধন করেন। নোয়াখালীর জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ড. সিরাজউদ্দিন মোঃ আলমগীর, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) মোঃ ইব্রাহিম ।

চাঁদপুরের দলটি কাল ২৬ অক্টোবর বৃহস্পতিবার প্রথম ম্যাচে লড়বে শক্তিশালী কক্সবাজারের সাথে । চাঁদপুর পরের ম্যাচটি ২৮ অক্টোবর খেলবে ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাথে। টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচই অনুষ্ঠিত হবে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে।

বিভাগীয় কমিশনার কাপ ফুটবল উপলক্ষে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-কমিটির ব্যবস্থাপনায় গত ১৬ অক্টোবর প্রথম পর্যায়ে ২৮ জন ফুটবলার নিয়ে ফুটবল কোচ সাবেক ফুটবলার মহসিন পাটওয়ারীর নেতৃত্বে চাঁদপুর স্টেডিয়ামে অনুশীলন শুরু করেন। প্রতিদিন দুপুর আড়াইটার পর ফুটবলারদের নিয়ে অনুশীলন চলতে দেখা গেছে স্টেডিয়ামে। এদের থেকে বাছাই করা ফুটবলারদের নিয়েই জেলা দল গঠন করে বিভাগীয় কমিশনার কাপ ফুটবলে অংশ নিবে দলটি। দলের ম্যানেজারের দায়িত্বে রয়েছেন সাবেক ফুটবলার ও জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য মনোয়ার হোসেন চৌধুরী।

জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়, এই নিয়ে বিভাগীয় কমিশনার কাপ ফুটবল টুর্নামেন্টের ৩য় আসর অনুষ্ঠিত হচ্ছে। চাঁদপুর স্টেডিয়ামে ২০১৯ সালে প্রথম বারের মতো আয়োজন করা হয় বিভাগীয় পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট। সেই বছর চাঁদপুরের দলটি চট্টগ্রাম জেলার সাথে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ২০২১ সালে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের ফুটবল খেলায় চাঁদপুরের দলটি ৩য় রাউন্ডে খেলার সুযোগ পায়।

শেখ রাসেল বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়া দলটি নিয়ে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু এ প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন, জেলার অনূর্ধ্ব ২০ বছর বয়সী ফুটবলারদের নিয়ে জেলা দল গঠনের চেষ্টা চলছে। এছাড়া চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট থেকে বাছাইকৃত এবং জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন উপজেলার স্থানীয় কোটায় ফুটবলারদের বাছাই করেই জেলা দলের ফুটবল অনুশীলন শুরু করা হয়েছে। আশা করি দলের ফুটবলারগণ তাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আমরা ২য় রাউন্ড খেলার সুযোগ পাবো।

জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-কমিটির সম্পাদক ও ক্রীড়া সংগঠক আলহাজ্ব শাহির হোসেন পাটওয়ারীর সাথে এ প্রতিবেদকের আলাপকালে তিনি বলেন, জেলা ও উপজেলার উঠতি বয়সী বাছাইকৃত ফুটবলারদের নিয়ে জেলা দলের অনুশীলন শুরু করা হয়েছে গত সপ্তাহ থেকে। এইখান থেকে বাছাই করে মূল একাদশ গঠন করা হবে। আমাদের দলের রক্ষণভাগ সহ মধ্যমাঠে অনেক ভালো ফুটবলার রয়েছে। তাদেরকে আমরা বিভিন্ন টুর্নামেন্টে ভালো খেলা উপহার দিতে দেখেছি। আমি আশাবাদী, আমােেদ দলটি বিভাগীয় পর্যায়ে ভালো করবে।

জেলা দলের টিম ম্যানেজার ও সাবেক ফুটবলার মনোয়ার হোসেন চৌধুরী এ প্রতিবেদককে বলেন, এই নিয়ে বিভাগীয় পর্যায়ের ফুটবল টুর্নামেন্টটি ৩য়বারের মতো আয়োজন করা হয়েছে। আমরা চেষ্টা করবো নোয়াখালীতে দলের ভালো খেলা উপহার দিতে। দলে অনেক ভালো ফুটবলার রয়েছে।

দলের কোচ ও সাবেক ফুটবলার মোঃ মহসিন পাটওয়ারী এ প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন, আপনি তো দেখছেন ফুটবলারেেদ নিয়ে গত ক'দিন ধরে অনুশীলন করে যাচ্ছি। দলের বর্তমান সকল ফুটবলারগণই খেলার প্রতি অনেক আগ্রহ রয়েছে। তারা নিয়মিত অনুশীলনে আসছে। আমাদের দলের খেলা পার্শ্ববর্তী নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে। এই মাঠটিতে জেলা ফুটবল দলের খেলার অভিজ্ঞতা রয়েছে। আশা করি জেলাবাসীর দোয়া ও আশীর্বাদ নিয়ে বিভাগীয় পর্যায়ের প্রত্যেকটি খেলাতেই ফুটবলাররা ভালো খেলা উপহার দিতে পারবে।

চাঁদপুর জেলা দলের ফুটবলাররা হলেন : জাহিদুল ইসলাম সিয়াম, মারুফ, জাহিদ, সজিব, উদয়, সিজান, আবদুল্লা, নাইম, অমর , বোরহান, সিমরান, রাহিম, সেলিম, মেহেদী হাসান অপু, ইয়াছিন, শাওন, ফরহাদ, প্রান্ত, সজীব (২),সোহেল, ইয়াছিন হোসেন, রাসেল গাজী ও আমিন।

জেলা দলে প্রথম বারের মতো সুযোগ পাওয়া বেশ ক'জন ফুটবলার এ প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন, জেলা পর্যায়ে বেশ ক'টি টুর্নামেন্ট খেলার কারণে প্রাথমিকভাবে অনুশীলনের সুযোগ পেয়েছি। আমাদের স্টেডিয়ামটি অনুশীলন সহ খেলাধুলার জন্য সুন্দর একটি মাঠ। এই মাঠটিতে যদি আমাদের মতো যারা ফুটবলের সাথে জড়িত রয়েছে, তাদের জন্য যদি নিয়মিত ফুটবল অণুশীলন সহ নিয়মিত ফুটবল লীগ কিংবা ফুটবল টুর্নামেন্টর আয়োজন করা হতো, তাহলে আমরা আরো ভালো খেলা সহ দর্শকদের মন জয় করতে পারতাম। যাক অনুশীলনের সুযোগ পেয়েছি, আলহামদুল্লিাহ। যদি টিম ম্যানেজমেন্ট দলের হয়ে খেলার সুযোগ করে দেন, তাহলে দলের জন্যে এবং নিজ জেলার জন্যে ভালো খেলা উপহার দিয়ে দলকে জয়ী করার চেষ্টা করবো। আর আমরা যারাই দলের অনুশীলনে রয়েছি, তাদেরকে শুধুমাত্র বিভাগীয় পর্যায় কিংবা জেলার বাইরে দল গঠনের সময় মাঝে মাঝে ডাক দেয়া হয়। আমরা চাই, জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে নিয়মিত মাঠে ফুটবল অনুশীলন হোক। তাহলে অনেক ফুটবলারই মাঠে আসবে খেলতে। আমাদের যে দলটি নোয়াখালীতে যাচ্ছে, আমরা যেনো জেলাবাসীকে ভালো একটা রেজাল্ট দিতে পারি--এ জন্য সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়