প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২৯
চাঁদপুর ডিসি কাপ ও আন্তঃ উপজেলা প্রমিলা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন আজ

আজ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২০তম চাঁদপুর জেলা প্রশাসক কাপ (ডিসি কাপ) ফুটবল টুর্নামেন্ট ও এই প্রথম আন্ত উপজেলা প্রমিলা ফুটবল টুর্নামেন্ট ২০২৩ শুরু হচ্ছে ।
|আরো খবর
২৯ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩টার সময় চাঁদপুর স্টেডিয়ামে টুর্নামেন্ট দুটি শুভ উদ্বোধন হবে।
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করার কথা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলায় ক্রীড়া সংস্থা সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম,পিপিএম, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা আওয়ামী লীগ ও জেলায় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভা মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সকল
ক্রীড়ামোদিদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও ফুটবল উপ কমিটির সাধারণ সম্পাদক সাহির হোসেন পাটোয়ারী।
ডিসি কাপ ফুটবলে উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ও কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থা। এ সময় প্রমিলা ফুটবলের দুটি টিমের নারী ফুটবলাররা মাঠে উপস্থিত থাকবে। দুটি টুর্নামেন্টেই চাঁদপুর জেলার ৮টি করে উপজেলা ফুটবল দল অংশ নিয়েছে। ডিসি কাপ ফুটবলে জেলা ক্রীড়া সংস্থা ও মেয়েদের ফুটবলে পৃষ্ঠপোষকতা করছেন বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ।
ফুটবলের এই দুটি আসরকে ঘিরে চাঁদপুর স্টেডিয়ামকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে বলে জেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু জানিয়েছেন।