শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৫

চাঁদপুর জেলায় প্রথম

কচুয়ায় শেখ রাসেল স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

ফরহাদ চৌধুরী
কচুয়ায় শেখ রাসেল স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

চাঁদপুর জেলার মধ্যে কচুয়া উপজলায় প্রথম শেখ রাসেল স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর সকালে কচুয়া পৌরসভার কাদারপাড় এলাকায় প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে শিক্ষার্থী ও যুবকদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী করতে উপজেলা পর্যায়ে আধুনিক মানের শেখ রাসেল স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই স্টেডিয়াম কচুয়াবাসীর জন্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার। এ সকল উন্নয়ন কর্মকাণ্ডের জন্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান আওয়ামী লীগ সরকারকে সমর্থন করার আহ্বান জানান।

শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ২য় প্রকল্পের প্রকল্প পরিচালক যুগ্ম সচিব মাহবুব মোরশেদ সোহলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান ও কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনে আল জায়দ, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, চাঁদপুর জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়