প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৫
চাঁদপুর জেলায় প্রথম
কচুয়ায় শেখ রাসেল স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন
চাঁদপুর জেলার মধ্যে কচুয়া উপজলায় প্রথম শেখ রাসেল স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর সকালে কচুয়া পৌরসভার কাদারপাড় এলাকায় প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে শিক্ষার্থী ও যুবকদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী করতে উপজেলা পর্যায়ে আধুনিক মানের শেখ রাসেল স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই স্টেডিয়াম কচুয়াবাসীর জন্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার। এ সকল উন্নয়ন কর্মকাণ্ডের জন্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান আওয়ামী লীগ সরকারকে সমর্থন করার আহ্বান জানান।
|আরো খবর