সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩৯

জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আজকের শিশু খেলোয়াড়রাই আগামী দিনে দেশের জাতীয় দলের হয়ে নেতৃত্ব দেবে : জেলা প্রশাসক

বাদল মজুমদার
জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ  ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল দশটায় চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।

উদ্বোধন শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শরীর মন ভালো রাখতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন রয়েছে। আজকের শিশু খেলোয়াড়রাই আগামী দিনে দেশের জাতীয় দলের হয়ে নেতৃত্ব দেবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ।

উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাঈদা আলম, হাইমচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান, মতলব উত্তর প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, মতলব দক্ষিণ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুন নাহার, শাহরাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মোতালেব। সঞ্চালনায় ছিলেন ফরিদগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম ও চাঁদপুর সদর গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহানারা বেগম।

টুর্নামেন্টে ৮টি উপজেলার ১৬টি বিদ্যালয় অংশগ্রহণ করে। গতকাল ৪টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন হাইমচর উপজেলার ৭নং পূর্ব চর কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম মতলব উপজেলার চর কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় পূর্ব চর কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে হারিয়েছে মতলব চর কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রমীলা ফুটবল দল। মতলব উত্তর নাসিয়া কান্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম হাইমচরের ২নং পশ্চিম চর ষোলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২নং পশ্চিম শোলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে গোলে হারিয়ে জয়লাভ করে নাসিয়া কান্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তৃতীয় খেলায় অংশ নেয় হাজীগঞ্জ উপজেলার আমিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম শাহরাস্তির সাসিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রমীলা দল। আমিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-৩ গোলে হারিয়ে সাচিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে। বঙ্গবন্ধু গোল্ডকাপে অংশগ্রহণ করে হাজীগঞ্জ উপজেলার আমিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম ফরিদগঞ্জ উপজেলার সাসিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় সাচিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে হারিয়ে আমিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়