প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০০:০০
আন্তঃউপজেলা কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাইমচর

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তঃউপজেলা (বালক অনূর্ধ্ব-২১) কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো হাইমচর উপজেলা কাবাডি দল।
|আরো খবর
জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য ও কাবাডি উপ-কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ওমর পাটওয়ারীর পৃষ্ঠপোষকতায় শনিবার (২৪ জুন) ফাইনাল ম্যাচে অংশ নেয় কচুয়া ও হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার কাবাডি দল।
ফাইনাল ম্যাচে হাইমচর উপজেলা দলটি কচুয়া উপজেলা কাবাডি দলের সাথে ৪৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে ২১ পয়েন্ট পেয়ে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় টুর্নামেন্টে কচুয়া উপজেলা দল রানার্সআপ হয়।
ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার), সহকারী কমিশনার হেদায়েতুল ইসলাম, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান, জেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন পাটোয়ারী, চেম্বার অব কমার্সের পরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য তমাল কুমার ঘোষ, জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-কমিটির সম্পাদক সাহির পাটোয়ারী, কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সন্তোষ চন্দ্র সেন, ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নূরনবী নোমান, মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ অন্যরা।