প্রকাশ : ২০ জুন ২০২৩, ১১:৩৩
জাতীয় স্কুল ক্রিকেটে রানার্সআপ গণি মডেল উচ্চ বিদ্যালয়
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়। ফাইনালে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয়ের সাথে হেরে যায় চাঁদপুরের দলটি।
|আরো খবর
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক জাতীয় পর্যায়ের স্কুল ক্রিকেট টুর্নামেন্টের সোমবারের ফাইনাল ম্যাচে অংশ নেয় দিনাজপুর ক্রিকেট একাডেমি উচ্চ বিদ্যালয় ও চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়।
নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের ফাইনাল খেলায় টসে জয়লাভ করে দিনাজপুর ক্রিকেট একাডেমি চাঁদপুরের দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রিকেট দল ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৫ রান করে।
দিনাজপুর একাডেমী ১৭৬ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। খেলার মাঝপথে বৃষ্টি শুরু হলে ক্রিকেট খেলার নিয়ম অনুযায়ী দিনাজপুরকে ৪০ ওভারে ১৫৮ রানের টার্গেট দেয় ম্যাচ পরিচালনাকারী আম্পায়াররা। দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয় ক্রিকেট দলের খেলোয়াড়রা ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। টুর্নামেন্টে চাঁদপুর দলের সালমান ম্যাচ অব দ্যা টুর্নামেন্টের পুরস্কার পেয়েছেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও অন্যান্য পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ক্রিকেট বোর্ডের কর্মকর্তা খালেদ মাহমুদ সুজন।
চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়ের ফাইনাল ম্যাচ খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিনুর রহমান বাবুল, বিসিবি ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কোচ শামীম ফারুকী, সংগঠক ও জাতীয় দৈনিক বাণিজ্য প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক রাশেদ শাহরিয়ার পলাশসহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকগণ।
চাঁদপুর গণি মডেল হাইস্কুল ক্রিকেট দলের খেলোয়াড়রা হলেন : সালমান, আইয়ান, মাহমুদুল হাসান, আইমন, সিফাত, রাফিদ, ইয়াসিন, মাহান গাজী, হামিম, মুনতাসির, রজত, হামজালা, অতুন সাহা ও আবদুর রাজ্জাক নিলয়। কোচ পলাশ কুমার সোম।জেলা প্রশাসক ও পুলিশ সুপারের অভিনন্দন
জাতীয় পর্যায়ের প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে অংশগ্রহণকারী চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়কে অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান এবং জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার)।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু এ প্রতিবেদককে জানান, প্রথম বারের মতো চাঁদপুরের গণি মডেল উচ্চ বিদ্যালয় জাতীয় পর্যায়ের স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে অংশ নিয়ে রানার্সআপ হওয়ায় তাদেরকে এই অভিনন্দন জানানো হয়েছে। এক বার্তায় খেলোয়াড়, দলের কর্মকর্তাসহ শিক্ষকদেরও অভিনন্দন জানানো হয়।