প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৩, ১৭:০৮
হাইমচরে থানা পুলিশের সাথে স্থানিয় সাংবাদিক একাংশের প্রীতি ক্রিকেট

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুরের হাইমচরে উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী ও জেলা পরিষদ সদস্য খুরশিদ আলমের নেতৃত্ব দেন হাইমচর প্রেসক্লাব বনাম হাইমচর থানা পুলিশের আয়োজনে পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের একাংশের মধ্যকার প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
খেলায় হাইমচর থানা পুলিশ টীম চ্যাম্পিয়ন এবং হাইমচর প্রেসক্লাব রানার্সআপ হয়।
সোমবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটার সময় হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠান শুরু হয়ে বিকেল ৬,১০ মিনিটে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে তা শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী।
তিনি বক্তব্যে বলেন, ক্রীড়া চর্চার মাধ্যমে একটি সুস্থ সুন্দর সমাজ নির্মাণে সহায়তা করা যায়। হাইমচর থানা ও হাইমচর প্রেসক্লাব এর আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন প্রশংসনীয় উদ্যোগ। পুলিশ মানুষকে আইনি সহায়তা দেয়, সাংবাদিকরা সমাজের অসংগতি তুলে ধরার মাধ্যমে সহায়তা করে। পুলিশের সাথে হাইমচরের সাংবাদিক ঐক্য চেষ্টার ফলে হাইমচর বাসী অধিকতর সেবা পাবেন, আমি বিশ্বাস করি পুলিশ ও সাংবাদিক দের মাধ্যমে হাইমচর আরো এগিয়ে যাবে।আজকের এই ক্রিকেট ম্যাচ বেশ উপভোগ্য হয়েছে। খেলায় অংশ গ্রহণ কারী সকলকে তিনি ধন্যবাদ জানান।
প্রীতি খেলায় প্রথমে টস জিতে ব্যাটিং করতে নেমে হাইমচর প্রেসক্লাব টীম ১০৩ রান করে। জবাবে হাইমচর থানা পুলিশ টীম ৮ উইকেটে ১০৩ রানের জয়ের লক্ষ্য টপকে যায়।ফলে ২ উিকেটে জয় পায় হাইমচর থানা পুলিশ দল।এ জয়ের ফলে তারা চ্যাম্পিয়ন হয়।
হাইমচর থানা-পুলিশ দলের সদস্য মোঃ জুয়েল ম্যান অব দ্যা ম্যাচের জন্য বিবেচিত হন।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চাঁদপুর জেলা পরিষদ সদস্য ও হাইমচর প্রেসক্লাবে সভাপতি খুরশিদ আলম শিকদারের সভাপতিত্বে ও হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন খেলার উদ্বোধক হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হুমায়ুন পাটওয়ারী, মোস্তাফিজ চোকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম জাহিদ, সাংগঠনিক সম্পাদক মাকসুদ আলম খান, বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আন্তর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, চরভৈরবী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহমেদ আলী মাস্টার, গাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী প্রমুখ।