শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩, ০০:০০

টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

চলতি মাসেই শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট

চলতি মাসেই শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চলতি মাসের ২য় সপ্তাহ থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। এ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। অনেক আগেই খেলাটি শুরু করার কথা ছিলো বলে জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সম্পাদক। টুর্নামেন্টটির পৃষ্ঠপোষকতায় থাকবেন চাঁদপুর সদর আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। টুর্নামেন্টের খেলাগুলো লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। সাদা বলে রঙ্গিন ড্রেসে দলগুলোর খেলা পরিচালিত হবে।

জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়, এ টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত ৭টি ক্লাব সম্মতি প্রকাশ করেছেন। ক্লাবগুলো হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী ক্রীড়া চক্র, শেখ রাসেল ক্রীড়া চক্র, পূর্ব শ্রীরামদী ক্লাব, ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমী, উদয়ন ক্লাব ও ক্রিকেট কোচিং সেন্টার।

জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায় যে, চলতি বছরের শুরুতেই এ টুর্নামেন্টটি হওয়ার কথা ছিলো। এর মধ্যে স্টেডিয়ামে বিসিবির বিভিন্ন বয়সভিত্তিক ক্রিকেট দলের খেলাসহ অন্যান্য খেলা থাকার কারণে আয়োজন করা যায়নি। এছাড়া জেলা ক্রিকেট দলের ৪১তম জাতীয় ক্রিকেট খেলার ব্যস্ততা ও অনুশীলনের জন্যে মাঠ ব্যবহার করা হয়। জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটি মার্চে খেলার আয়োজন করার চিন্তাও মাথায় রেখেছিলেন। কিন্তু বৃষ্টিসহ প্রাকৃতিক পরিবেশ ভালো না থাকার কারণে টুর্নামেন্টের খেলাগুলো আর মাঠে গড়ায়নি। টুর্নামেন্টের খেলা উপলক্ষে বছরের শুরুতেই জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত কয়েকটি ক্লাব জেলার ও উপজেলার বেশ কয়েকজন ক্রিকেটারদের সাথে চুক্তি করে রেখেছেন। তবে চলতি মাসে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে হয়তো ২য় সপ্তাহ থেকে মাঠে গড়াতে পারে টুর্নামেন্টের খেলাগুলো।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর সাথে এ প্রতিবেদকের খেলা নিয়ে আলাপকালে তিনি জানান, আমরা বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের খেলাগুলো চালানোর জন্য প্রস্তুত রয়েছি। আমাদের এ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় রয়েছেন শ্রদ্ধাভাজান শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। তাঁর পরামর্শ নিয়ে আমরা খেলাটি আয়োজন করেছি। এর আগেও তিনি ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ছিলেন। গত মাসেই আমরা খেলার জন্য ক্রিকেট পিচও প্রস্তুত করে রেখেছিলাম। কিন্তু বৃষ্টি শুরু হওয়ার কারণে আর খেলা চালাতে পারিনি। তবে এ মাসে যদি বৃষ্টি কিছুটা কমে আসে তাহলে আশা করি ২য় সপ্তাহ থেকে খেলা শুরু করা যাবে। এজন্যে সকলের সহযোগিতাও প্রত্যাশা করছি।

জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সম্পাদক ও ক্রীড়া সংগঠক শেখ মোতালেবের সাথে আলাপকালে তিনি এ প্রতিবেদককে জানান, আমরা জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট দলগুলোকে নিয়ে জাতির পিতার নামে এ টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছি। আমাদের স্থানীয় সাংসদ ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টের খেলাগুলো হবে। আমাদের এ টুর্নামেন্টে জেলা পর্যায়ের ক্রিকেটারসহ ঢাকার মাঠে খেলা অনেক ক্রিকেটারই খেলবেন বলে বেশ কয়েকটি দলের কর্মকর্তারা জানিয়েছেন। আশা করি, প্রতিকূল পরিবেশ কাটলে সহসাই খেলা শুরু হবে।

জেলার বেশ কয়েকজন ক্রিকেটারের সাথে এ প্রতিবেদকের আলাপকালে তারা জানান, আমরাও শুনেছি যে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট চালু হচ্ছে। হয়তো বৃষ্টির কারণে আয়োজকরা শুরু করতে পারছেন না। আমরা খেলার জন্যে প্রস্তুত রয়েছি। মাঠে খেলার আয়োজন থাকলে আমাদেরও ভালো লাগে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়