শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১:২৬

মতলবে ঊষা স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী

সামাজিক ব্যাধি থেকে উত্তরণের পথ হচ্ছে ক্রীড়াঙ্গন : পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম

রেদওয়ান আহমেদ জাকির
সামাজিক ব্যাধি থেকে উত্তরণের পথ হচ্ছে ক্রীড়াঙ্গন : পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম
মতলব দক্ষিণে ঊষার স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, সামাজিক ব্যাধি থেকে যুবসমাজকে উত্তরণের পথ হচ্ছে ক্রীড়াঙ্গন। খেলাধুলার মাধ্যমেই উজ্জীবিত থাকে ক্রীড়াঙ্গণ। মতলব দক্ষিণ উপজেলা সদরের ঊষা স্পোর্টিং ক্লাবের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি বিকেলে নিউ হোস্টেল মাঠে গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। তিনি ঊষা স্পোর্টিং ক্লাবের এ সময়োপযোগী উদ্যোগের জন্য প্রশংসা করেন। বর্তমানে মাদকের কারনে স্কুলে পড়ুয়া ছেলেরা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তাদেরকে ক্রীড়ামুখী করার জন্য এ সংগঠনটি যে ব্যতিক্রম পদক্ষেপ নিয়েছে তার পাশে আমি সবসনয় থাকবো। ঊষার স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য হাসান শুভ্রের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।অনুষ্ঠানের উদ্ধোধন করেন ক্লাবের উপদেষ্টা তাসরিফ বারী।অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখছেন ঊষার স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান। পবিত্র কোরআন তিলওয়াত করেন মতলব পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম মহন। আলোচনা শেষে গুণীজনদের সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়