প্রকাশ : ০৪ আগস্ট ২০২১, ০০:০০
চাঁদপুর কণ্ঠের সাথে আলাপচারিতায় মাশরাফী বিন মোর্তজা
শামিমের খেলার ধারাবাহিকতা ধরে রাখতে হবে
বাংলাদেশ জাতীয় দলে টি-টুয়েন্টি ফরম্যাটে খেলার সদ্য সুযোগ পাওয়া উদীয়মান ক্রিকেটার চাঁদপুরের শামিম পাটোয়ারী খেলার পারফরম্যান্স ও তার আগামী দিনের ক্যারিয়ার নিয়ে দৈনিক চাঁদপুর কণ্ঠের সাথে কথা বলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক, বর্তমান নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্তজা।
শামীমের ব্যাটিং লাইন আপ, ফিল্ডিং ও বোলিং নিয়ে বর্তমান অবস্থান, আগামীতে করণীয় ও আত্মবিশ্বাসের জায়গাটি কাজে লাগানোর বিষয়ে দিক নির্দেশনা দেন ক্যাপ্টেন ম্যাশ।
তরুণ এই উদীয়মান ক্রিকেটারের ব্যাটিং পরফরম্যান্স নিয়ে সন্তোষ প্রকাশ করে মাশরাফী বলেন, শামিম ভালো খেলছে, ওর জায়গা থেকে দায়িত্বটুকু পালন করে যাচ্ছে। দলের প্রয়োজনে যখন রান প্রয়োজন তখনই রান করছে। একজন নতুন খেলোয়াড়ের কাছে দল এমনটাই প্রত্যাশা করে। শামিমের এ খেলার ধারাবাহিকতা ধরে রাখতে হবে।
‘শামীমের ফিল্ডিং নিয়ে কোনো মন্তব্য আছে কি-না’ এমন প্রশ্নে মাশরাফী বিন মোর্তজার উত্তর, ভালো। এখন পর্যন্ত ভালোই খেলছে। বেশ কয়েকটি ক্যাচ নিয়েছে দেখার মত। বল কুইক ডেলিভারি দিতে পারে। তারুণ্যের এই তেজটা সামনে ধরে রাখতে হবে।
তরুণ অলরাউন্ডার শামিম পাটোয়ারীর বোলিং পারফরম্যান্স নিয়ে নড়াইল এক্সপ্রেস খ্যাত ক্যাপ্টেন মাশরাফী বিন মোর্তজা চাঁদপুর কণ্ঠকে জানান, বোলিংয়ে এখনো নিজেকে প্রমাণ করার সুযোগ ওর সামনে আসেনি। সামনে অনেক সময় পড়ে আছে। ফিল্ডিং, ব্যাটিংয়ের মত আত্মবিশ্বাস থাকলে বোলিংয়েও সফল হতে পারবে। ক্রিকেট মাঠে নিজের প্রতি নিজের কনফিডেন্সটা ধরে রাখা জরুরি।
‘জিম্বাবুয়ে সিরিজের পর অস্ট্রেলিয়া সিরিজে কেমন দেখতে চান শামিমকে’ জানতে চাইলে মাশরাফী বলেন, ও যে পজিশনে ব্যাট করে সে পজিশনটা ফার্স্ট ইনিংসে হলে রানের গতি বাড়ানো আর সেকেন্ড ইনিংসে হলে জয় নিয়ে মাঠ ছাড়া। শামিম গত দুটি ম্যাচে সেই কাজটিই করেছে। আশা করি অস্ট্রেলিয়া সিরিজেও সুযোগ কাজে লাগিয়ে নিজেকে প্রেজেন্ট করবে।
শামীমের আগামীর ক্যারিয়ার নিয়ে মাশরাফী বলেন, ধারাবাহিকতা ধরে রাখাটা মোস্ট ইমপরটেন্ট। অনেক নতুন প্লেয়ারই দু-এক ম্যাচ ভালো খেলে আত্ম তৃপ্তিতে ভোগে। ধারাবাহিকতা ধরে রাখতে পারে না। ওরা জুনিয়র থেকেই হারিয়ে যায়, সিনিয়র হতে পারে না। ক্রিকেট মাঠে টিকে থাকতে হলে প্রচুর প্র্যাক্টিস ও কনটিনিউ পারফরম্যান্স করা দরকার।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য শামিম পাটোয়ারী চলমান বিপিএলে ভালো খেলার স্বীকৃতি হিসেবে টি-টোয়েন্টি স্কোয়াডে স্থান করে নিয়েছেন। মাঠের সব দিকে বাহারি শট খেলতে পারদর্শী শামিম দলের প্রয়োজনে হাতও ঘোরাতে পারেন। তার পারফরম্যান্স শুধু ব্যাট-বলেই সীমাবদ্ধ থাকে না। মাঠে দুর্দান্ত একজন ফিল্ডারও যে তিনি তার প্রমাণ মিলেছে জিম্বাবুয়ে সিরিজের শেষ দুই ম্যাচে। বয়সভিত্তিক ক্রিকেট পার হয়ে প্রথমবারের মতো জাতীয় দলেও সুযোগ করে নিয়ে সিরিজের শেষ ম্যাচে দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে এনে দিয়েছেন সিরিজ জয়ের স্বাদ।
বিশ^কাপ খেলে আসার পর থেকেই বেশ কয়েকটি টুর্নামেন্ট ও সিরিজে দারুণ ছন্দে ছিলেন শামিম। আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতেই ঝড় তুলে খেলেছেন। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে তো সেরা ফিল্ডার হয়ে মাহমুদউল্লাহ রিয়াদের কাছ থেকে ব্যাটই উপহার পেয়েছিলেন। প্রাইম দোলেশ্বরের লীগে ব্যাট কিংবা বোলিংয়ে খুব একটা সুযোগ না পেলেও ফিল্ডিংয়ে নিজের কাজটা ঠিকই করে গেছেন শামিম। সব মিলিয়ে নির্বাচকরা কুড়ি ওভারের ফরম্যাটে আস্থা রাখছেন এই তরুণের ওপর। সেই আস্থার জবাব দিতে ভোলেননি শামিম।
ছয় নম্বর পজিশনে ব্যাট করতে নেমে নিজের ক্যারিয়ারের প্রথম ম্যাচে ১৩ বলে ২৯ ও দ্বিতীয় ম্যাচে অপরাজিত জয়সূচক ৩১ রান করেন ১৫ বলে। দীর্ঘদিন এই পজিশনে বাংলাদেশের কেউই নিজেকে মানিয়ে নিতে পারেননি। সেই সুযোগটি কাজে লাগালেন শামিম।
মাশরাফী বিন মোর্তজার মত দেশের সকল ক্রিকেটপ্রেমীর প্রত্যাশা, শামিম পাটোয়ারীই হয়ে উঠুক বাংলাদেশ ক্রিকেটের কাক্সিক্ষত ‘মিস্টার ফিনিশার’। নিজের সেরাটি দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ুক প্রতিটি ম্যাচে।