প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২২, ২১:০৮
চাঁদপুরের সহিদ ন্যাশনাল বডিবিল্ডিং চ্যাম্পিয়ানশীপে চ্যাম্পিয়ন

ন্যাশনাল বডিবিল্ডিং চ্যাম্পিয়ানশীপ ২০২২ চ্যাম্পিয়ন হয়ে মিস্টার বাংলাদেশ পুরস্কার জিতেছে চাঁদপুরের মোঃ সহিদুর রহমান সহিদ। ২০ ডিসেম্বর রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি টাওয়ারে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।এতে সারা দেশের প্রায় ১৩৫ জন বডিবিল্ডার্স অংশ নেয়।সহিদুর রহমান সহিদ এর আগে মিস্টার ঢাকা
চ্যাম্পিয়নশীপে শিরোপা জিতেছিল। সে চাঁদপুর ড্রিম জিম সেন্টারের প্রধান ট্রেনার।আর এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনিএমপির বড় ভাই ডাঃ জেআর ওয়াদুদ টিপু।
মিস্টার বাংলাদেশ চ্যাম্পিয়নশীপে চাঁদপুরের সহিদের সাথে অফিশিয়াল হিসেবে সেখানে উপস্থিত ছিলেন চাঁদপুর ড্রিম জিম সেন্টারের সদস্য গোবিন্দ সাহা ও নারায়ন চন্দ্র নারু বণিক।