প্রকাশ : ৩০ অক্টোবর ২০২২, ১৫:৫৮
চাঁদপুরে শেখ কামাল অনুর্ধ্ব ১৮ জোনাল ক্রিকেট টুনামেন্টের উদ্ধোধন

চাঁদপুর স্টেডিয়ামে শেখ কামাল অনুর্ধ্ব ১৮ জোনাল ক্রিকেট টুনামেন্টের উদ্ধোধন করা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোডের ব্যবস্থাপনায় রোববার ( ৩০ অক্টোবর ) সকালে টুনামের্ন্টের উদ্ধোধন করেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ক্রিকেট উপকমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জোনাল টুনামেন্টের বি গ্রুপের ৪টি দলের খেলা হবে চাঁদপুর স্টেডিয়ামে। অংশ নেয়া দলগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি ও মৌলভীবাজার।
উদ্ধোধনী দিনের খেলায় অংশ গ্রহন করেন চট্টগ্রাম অনুর্ধ্ব ১৮ ও রাঙ্গামাটি অনুধ্ব ১৮ জেলা ক্রিকেট দল।
উদ্ধোধনী খেলায় জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন ক্রিকেট উপকমিটির সদস্য ও সাবেক ক্রিকেটার আনোয়ার হোসেন মাঝি ও ক্রিকেটার রাফসান জানি সহ অংশ নেয়া দু'দলের কমকর্তাগন।
ক্যাপশান - চাঁদপুর স্টেডিয়ামে শেখ কামাল অনুর্ধ্ব ১৮ জোনাল ক্রিকেট টুনামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অংশ নেয়া দু'দলের খেলোয়াড়গণ।