বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২২, ১৮:৩৬

ফরিদগঞ্জের কড়ৈতলীতে খেলার মাঠ রক্ষার দাবীতে মানববন্ধন

প্রবীর চক্রবর্তী
ফরিদগঞ্জের কড়ৈতলীতে খেলার মাঠ রক্ষার দাবীতে মানববন্ধন

ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কড়ৈতলী খেলার মাঠ রক্ষা ও সংস্কারের দাবীতে খেলোয়াড় ও এলাকাবাসী মানববন্ধন করেছে। রোববার (১৬ অক্টোবর) বিকালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বসুন্ধরা কিংসের খেলোয়াড় রেজাউল করিম রেজা, ৮নং ইউপি সদস্য আলী হায়দার উজ্জল পাটওয়ারী, কড়ৈতলী উদয়ন যুব সংঘের সভাপতি আশিক পাটওয়ারী, সাধারণ সম্পাদক ফরিদ হোসেন দুর্যয়, সহ-সভাপতি আলমগীর হোসেন মিয়া, সাবেক সহ-সভাপতি তাপাজ্জল হোসেন পাটওয়ারী, সদস্য শাহালাম দর্জী, সাংগঠনিক সম্পাদক ফয়সাল পাটওয়ারী, প্রবাসী রাহুল মিয়া, খেলোয়ার দের মধ্যে ছিলেন, ইয়াছিন, ফরান, ফয়সাল, শরিফ, নিলয় চন্দ্র, আমান।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বসুন্ধরা কিংসের খেলোয়াড় রেজাউল করিম রেজা বলেন, আমি কড়ৈতলী উদয়ন যুবসংঘের এই মাঠে খেলেই আজ এই পর্যন্ত পৌছেছি। কিন্তু পাশের বাবুর দীঘিতে ইতিমধ্যেই মাঠের অন্তত ২০/২৫ ফুট জায়গা বিলীন হয়ে গেছে। মাঠ দিয়ে যানবাহন চলায় পুরোপুরি নষ্ট হয়ে গেছে মাঠটি। গত একমাসে একটি খেলাও হয়নি মাঠে। আজ তাই মানববন্ধনের সাথে সাথে মাঠ রক্ষা ও সংস্কারের দাবীতে জরাজীর্ণ মাঠে আমরা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছি। মানববন্ধনে কয়েকশত এলাকাবাসী ও স্থানীয় খেলোয়াড়বৃন্দ অংশগ্রহণ করেন।#

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়