প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
বঙ্গবন্ধু গোল্ডকাপে ফরিদগঞ্জের উত্তর কৃষ্ণপুর ও বঙ্গমাতায় শাহরাস্তির শোকশাক যুক্ত সপ্রাবি চ্যাম্পিয়ন
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম খেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে শাহরাস্তি উপজেলার সোরশাক যুক্ত সপ্রাবি ৬-০ গোলে মতলব দক্ষিণ উপজেলার চর বাইশপুর সপ্রাবিকে পরাজিত করে। অপর খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে ফরিদগঞ্জ উপজেলার উত্তর কৃষ্ণপুর সপ্রাবি ২-১ গোলে শাহরাস্তি উপজেলার উপলতা সপ্রাবিকে পরাজিত করে।
|আরো খবর
২৪ সেপ্টেম্বর শনিবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক কামরুল হাসান।
এ সময় অনুষ্ঠানের সভাপতির বক্তব্য জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, এ টুর্নামেন্টের প্রেক্ষাপট আপনারা ইতিমধ্যে জেনেছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যিনি সমগ্র প্রাথমিক বিদ্যালয়কে নিয়ে এই টুর্নামেন্ট চালু করেছেন। আজকে এখানে যারা খেলেছে তাদের মধ্যে সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলাররাও লুকিয়ে আছে। কারণ, এমন টুর্নামেন্ট থেকেই আজকে সাফ নারী দল সফল হতে পেরেছে।
জেলা প্রশাসক বলেন, উন্নত হওয়ার জন্যে শিক্ষার যেমন বিকল্প নেই, তেমনি শিক্ষা অর্জন করতে সুস্থ থাকতে হয়। আর সুস্থ থাকতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সফল হতে হলে পরিশ্রম করতে হবে। এমন পরিশ্রম করতে হবে যেনো সফল হওয়া যায়।
হাসান আলী সপ্রাবির প্রধান শিক্ষিকা ইসমত আরা সাফি বন্যার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অর্থ) সুদীপ্ত রায়, প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার আব্দুর রেজ্জাক সিদ্দিকী। এ সময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যরা উপস্থিত ছিলেন।