প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২২, ২০:০৮
অভিনন্দন বাংলার বাঘিনীরা
পীযূষ কান্তি বড়ুয়া

তোমরা ওড়ালে জয় বাংলার
|আরো খবর
পতাকাকে আজ শীর্ষে
বীর বাঘিনীর বিজয়ে ফিরেছে
মান-মর্যাদা বিশ্বে।পোশাকের খুঁতে যারা ধরে রাখে
বাঘিনী বীরকে পিছে
জেনে গেছে ওরা ওদের চালাকি
আধুনিককালে মিছে।তোমরা কেবল জিতোনি শিরোপা
তোমরা জিতেছো আঁধার
তোমরা চূর্ণ করেছো পাহাড়
মধ্যযুগের বাধার।তোমাদের জয়ে জিতেছে নারীরা
যারা বলি হলো ধর্মে
তোমরা দেখালে বীর বাঘিনীরা
রুখে দাঁড়িয়েছে কর্মে।