শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ জুলাই ২০২২, ০০:০০

খেলাধুলা হচ্ছে চাঁদপুর সরকারি কলেজ মাঠে

খেলাধুলা হচ্ছে চাঁদপুর সরকারি কলেজ মাঠে
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

অনেক দিন পর এখন খেলাধুলা হচ্ছে চাঁদপুর সরকারি কলেজ মাঠে। মাঠটিতে পুরো ঘাস থাকার কারণে খেলাধুলা করতে আসা ছোট-বড় খেলোয়াড়দের অনেক কষ্ট হচ্ছে। সরজমিনে চাঁদপুর সরকারি কলেজ মাঠে বিকেল বেলা গিয়ে দেখা যায়, কলেজের পাশের বিভিন্ন এলাকার ছোট ছোট স্কুল পড়ুয়া ছেলেরা ফুটবল নিয়ে বৃষ্টিভেজা মাঠে খেলাধুলা করছে। অপরদিকে বাস্কেটবল মাঠে স্থানীয় বাস্কেটবল খেলোয়াড়রা অনুশীলন করছেন।

কলেজ পড়ুয়া ক’জন ছাত্র জানান, প্রায় ২ বছরের মতো এ কলেজ মাঠটিতে খেলাধুলা বন্ধ ছিলো। অথচ এক সময় এ জেলার অনেক ফুটবলার ও বাস্কেটবল খেলোয়াড়রা নিয়মিত অনুশীলন করেছেন এই মাঠে। ওই সময় এই মাঠে যারা অনুশীলন করেছেন এদের মধ্যে অনেকেই পরবর্তীতে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে। দীর্ঘদিন মাঠটিতে খেলাধুলা করতে পারেনি স্থানীয় বিভিন্ন এলাকার ফুটবলারসহ বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়গণ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ পাওয়ার পর কর্তৃপক্ষের টনক নড়েছে।

স্থানীয় কয়েকজন খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক এ প্রতিবেদককে জানান, এ মাঠটিতে যদি নিয়মিত খেলাধুলার আয়োজন করা হয় তাহলে অনেক খেলোয়াড়কেই মাঠে দেখা যাবে। আমরা চাই কর্তৃপক্ষ খেলাধুলার জন্য মাঠটিকে বিকেলে একটু উন্মুক্ত করে দেয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়