সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৫ জুলাই ২০২২, ০০:০০

চাঁদপুর স্টেডিয়ামে প্রিমিয়ার ক্রিকেট-২০২২

মাঠে কি আদৌ গড়াবে সেমি-ফাইনাল কিংবা ফাইনাল?

মাঠে কি আদৌ গড়াবে সেমি-ফাইনাল কিংবা ফাইনাল?
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর স্টেডিয়ামে শুরু হয়েছিলো শিক্ষামন্ত্রী ও চাঁদপুর সদর-হাইমচর আসনের সাংসদ ডাঃ দীপু মনির পৃষ্ঠপোষকতায় প্রিমিয়ার ক্রিকেট লীগ। লীগটি শুরু হয়েছিলো চলতি বছরের মার্চ মাসে। ৫ মাস হতে চললেও এ ক্রিকেট লীগের সেমি-ফাইনাল কিংবা ফাইনাল আদৌ মাঠে গড়াবে কিনা এমন প্রশ্নই এখন লীগে অংশ নেয়া ক্রিকেটারসহ স্থানীয় ক্রীড়ামোদীদের। চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা বছরের শুরুতেই ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত ক্লাবগুলো কিংবা খেলোয়াড়দের নিয়ে বছরব্যাপী খেলার কর্মসূচি গ্রহণ না করার কারণে যদিও কোনোমতে কোনো লীগ কিংবা টুর্নামেন্ট চালু করার উদ্যোগ নিলেও সময়মতো সেগুলোর ফাইনাল কিংবা পুরস্কার বিতরণ সম্পন্ন করতে পারছে না। গত ক’ বছরে দেখা যাচ্ছে এ অবস্থা। আর এর কারণ হচ্ছে আয়োজক ও খেলোয়াড়দের এবং ক্লাবগুলোর কর্মকর্তাদের মধ্যে সমন্বয়ের অভাব। মাঠে ক্রিকেট পিচ ঠিকমতো বানানো হয় না, এমনকি পিচ সম্বন্ধে অভিজ্ঞতা রয়েছে এমন কারো সাথে যোগাযোগ করে ভালোমানের ক্রিকেট পিচ করা হয় না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে উঠছে।

জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত ৮টি ক্লাব নিয়ে প্রিমিয়ার লীগটি শুরু হয়েছিলো গত মার্চ মাসের ৯ তারিখ। ৫ মাস পার হতে চললেও সবেমাত্র লীগের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে। এর মধ্যে জুন মাসে প্রথম রাউন্ডের ২টি খেলা বাকি থাকতেই শুরু হয় বৃষ্টি। নির্ধারিত ওই ২টি ম্যাচে অংশ নেয়া দলগুলোকে সমান পয়েন্ট করে দেন আয়োজকরা। যদিও ২টি ম্যাচের মধ্যে ৪টি দলের খেলায় মাত্র ১টি দল বৃষ্টি বিঘিœত ম্যাচে এক পয়েন্ট পেয়ে সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। গ্রুপ পর্যায়ে দুগ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল হিসেবে ৪টি দল সেমি-ফাইনালে খেলার সুযোগ পেয়েছে। দলগুলো হলো ভাই ভাই স্পোর্টিং ক্লাব, আবাহনী ক্রীড়া চক্র, চাঁদপুর ক্রিকেট একাডেমী ও ক্রিকেট কোচিং সেন্টার। এর মধ্যে ‘ক’ গ্রুপে চ্যাম্পিয়ন ভাই ভাই স্পোর্টিং ক্লাব এবং রানার্স আপ আবাহনী ক্রীড়া চক্র। ‘খ’ গ্রুপে চ্যাম্পিয়ন ক্রিকেট কোচিং সেন্টার ও রানার্স আপ চাঁদপুর ক্রিকেট একাডেমী। গ্রুপ অনুযায়ী প্রথম সেমি-ফাইনালে খেলবে ভাই ভাই স্পোর্টিং ক্লাব ও চাঁদপুর ক্রিকেট একাডেমী। ২য় সেমি-ফাইনালে খেলবে ক্রিকেট কোচিং সেন্টার ও আবাহনী ক্রীড়া চক্র।

লীগে অংশ নেয়া দলগুলো ছিলো : ‘ক’ গ্রুপে আবাহনী ক্রীড়া চক্র, নিতাইগঞ্জ ক্রীড়া চক্র, চাঁদপুর ইয়ুথ ক্লাব ও ভাই ভাই স্পোর্টিং ক্লাব। ‘খ’ গ্রুপের দলগুলো ছিলো : উদয়ন ক্লাব, ক্রিকেট কোচিং সেন্টার, শেখ রাসেল ক্রীড়া চক্র ও চাঁদপুর ক্রিকেট একাডেমী। গত মাসেই সেমি-ফাইনাল খেলাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

সেমি-ফাইনালে ওঠা ভাই ভাই স্পোর্টিং ক্লাব প্রথম রাউন্ডের খেলায় আবাহনী ক্রীড়া চক্র, নিতাইগঞ্জ ক্রীড়া চক্র ও চাঁদপুর ইয়ুথ ক্লাবের সাথে জয়ী হয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। আবাহনী ক্লাব একইভাবে নিতাইগঞ্জ ক্রীড়া চক্র ও ইয়ুথ ক্লাবের সাথে জয়ী হয়ে সেমি-ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করে। ক্রিকেট কোচিং সেন্টার দলটি শেখ রাসেল ক্রীড়া চক্র ও চাঁদপুর ক্রিকেট একাডেমীর সাথে পূর্ণ পয়েন্টে জয়লাভ করে। উদয়ন ক্লাবের সাথে বৃষ্টি বিঘিœত ম্যাচে সমান পয়েন্ট পায় এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে উঠে। আর চাঁদপুর ক্রিকেট একাডেমী দলটি শেখ রাসেল ক্রীড়া চক্র ও উদয়ন ক্লাবের সাথে জয়ী হয়ে সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর সাথে ২ জুলাই সন্ধ্যায় এ প্রতিবেদকের আলাপকালে তিনি জানান, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে খেলার তারিখ ঘোষণা করা হয়নি। এই সপ্তাহে অংশ নেয়া ক্লাবগুলোর কর্মকর্তাদের নিয়ে আমরা বসবো। ক্লাব কর্মকর্তাদের সাথে আলোচনা করেই আমরা সেমি-ফাইনাল খেলার তারিখ নির্ধারণ করবো। যেহেতু লীগে ৪টি দল উঠেছে, তাদের সাথে আলাপ ছাড়া কিছু করা যাচ্ছে না। আমরা চাচ্ছি সেমি-ফাইনালের খেলাগুলো শেষ করেই ফাইনাল শুরু করবো। মাঠে খেলার উপযুক্ত পিচসহ সকল কিছু প্রস্তুত হলেই আমরা লীগের খেলাগুলো শুরু করবো।

চাঁদপুর প্রিমিয়ার ক্রিকেট লীগের সেমি-ফাইনালে ওঠা ভাই ভাই স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও বতর্মান কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান বাদলের সাথে এ প্রতিবেদককের আলাপকালে তিনি জানান, আমরা সেমি-ফাইনাল খেলার জন্যে প্রস্তুত রয়েছি। জেলা ক্রীড়া সংস্থা এর মধ্যে বেশ ক’টি তারিখ করেও খেলা শুরু করতে পারেনি। আমরা শুরু থেকেই অনেক অর্থ ব্যয় করে দল করেছি। আমরা এই লীগের প্রথম রাউন্ডে জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নিয়ে মাঠে নেমেছি। আমরা শুরু থেকেই খেলতে নেমে প্রত্যেকটি দলের সাথে জয়ী হয়ে সেমি-ফাইনালে উঠেছি। আমাদের দল এই পর্যন্ত এই টুর্নামেন্টে একদিনের ম্যাচে সবচেয়ে বেশি রান করেছে। আমাদের দলের ক্রিকেটারগণ সেমি-ফাইনাল হবে হবে বলে নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন। আমরা চাই লীগের সেমি-ফাইনালের খেলাগুলো যেনো চালিয়ে নেয় আয়োজকরা। আমি এবং ক্লাবের সকল সদস্যই আশা করি যে, আল্লাহর রহমতে সকলের দোয়া ও সমর্থন নিয়ে সেমি-ফাইনালে জয়ী হয়ে ফাইনালে খেলবো।

আবাহনী ক্রীড়া চক্রের কর্মকর্তা ও ক্রিকেটার রাফসান জানির সাথে আলাপকালে তিনি এ প্রতিবেদককে জানান, আমাদের শিক্ষামন্ত্রীর পৃষ্ঠপোষকতায় এ লীগটি শুরু হয়েছে। কিন্তু খেলার মাঝখানে মেলার কারণে বেশ ক’দিন খেলা বন্ধ ছিল। এরপর আবার শুরু হলে বৃষ্টির জন্য বন্ধ হয়ে যায়। সেমি-ফাইনাল খেলার জন্য আমাদের দলের খেলোয়াড়রা প্রস্তুত রয়েছে। প্রতিপক্ষ দল যতোই শক্তিশালী হোক না কেনো আমাদের দলের খেলোয়াড়দের জয়ের ব্যাপারে অনেক উৎসাহ রয়েছে। আমি এবং আমাদের দলের খেলোয়াড়রা চায় দ্রুত যেনো সেমি-ফাইনালের খেলাগুলো চালানো হয়।

চাঁদপুর ক্রিকেট একাডেমীর কর্ণধার শামীম ফারুকী এ প্রতিবেদককে বলেন, ক্রিকেট লীগের খেলাগুলো যদি ক্রিকেট মৌসুমে শুরু করা যায় তাহলে খেলাগুলো সঠিক সময়ে শুরু করে সঠিক সময়ে শেষ করা যায়। আমাদের দলে জেলার অনেক উদীয়মান ক্রিকেটার রয়েছে। তারা যে কোনো সময়েই ব্যাটে এবং বোলিংয়ে ভালো করলে বিপক্ষ দলের চেয়ে ভালো করবে। আমার বিশ্বাস রয়েছে যে, একাডেমী সেমি-ফাইনালে জয়ী হয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। এজন্যে সকলের দোয়া ও সমর্থন চাই। দলের অনেক খেলোয়াড় ইতোমধ্যে ঢাকায় বিসিবি কাপ ক্রিকেটে ভালো খেলা উপহার দিয়েছেন।

ক্রিকেট কোচিং সেন্টারের কর্মকর্তা ও খেলোয়াড় পলাশ কুমার সোমের সাথে এ প্রতিবেদকের আলাপকালে তিনি জানান, আমাদের দলের বেশ ক’জন ক্রিকেটার এবার বিসিবি কাপ ক্রিকেট লীগে খেলেছে। দলের অনেক ক্রিকেটার রয়েছেন উদীয়মান ক্রিকেটার। অনেক দলের চেয়ে আমাদের দলটি স্থানীয় পর্যায়ে অনেক শক্তিশালী দল। জেলা দলসহ লোকাল খেলোয়াড়দের নিয়ে দল গঠন করে আমরা মাঠে নেমেছি।

আমি বিশ্বাস করি আমাদের দলটি এবারের লীগে শিরোপা জয়ী হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়