শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ২২:২৭

ধানের শীষের পক্ষে ইব্রাহীম জুয়েলের দিনব্যাপী গণসংযোগ

স্টাফ রিপোর্টার
ধানের শীষের পক্ষে ইব্রাহীম জুয়েলের দিনব্যাপী গণসংযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরে ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ব্যাপক গণসংযোগ চালানো হয়েছে।

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহীম কাজী জুয়েলসহ অসংখ্য নেতাকর্মী শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) চাঁদপুর পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই গণসংযোগ কর্মসূচি করেন তারা।

এদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত দিনব্যাপী এই কর্মসূচিতে ইব্রাহীম কাজী জুয়েল ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সঙ্গে থেকে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন এবং দলের বার্তা পৌঁছে দেন।

এ সময় জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা ধানের শীষের পক্ষে স্লোগান ও লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে নির্বাচনী বার্তা তুলে ধরেন।

গণসংযোগকালে নেতারা বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই। তারা আশা প্রকাশ করেন, চাঁদপুরের মানুষ এবার ধানের শীষে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দেবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়