শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ২১:২১

ফরিদগঞ্জ পৌর এলাকার ৮নং ওয়ার্ডে বিএনপির কেন্দ্র কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

প্রবীর চক্রবর্তী
ফরিদগঞ্জ পৌর এলাকার ৮নং ওয়ার্ডে বিএনপির কেন্দ্র কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সমর্থনে ফরিদগঞ্জ পৌর এলাকার ৮নং ওয়ার্ডে বিএনপির কেন্দ্র কমিটি গঠন ও নির্বাচন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) রাতে ফরিদগঞ্জ সদরস্থ হায়দার বক্স পাটওয়ারী বাড়িতে বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মহসিন পাটওয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতা রফিকুল ইসলাম পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবকে যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, পৌর বিএনপি নেতা মজিবুর রহমান মুজিব, জেলা যুবদল নেতা আব্দুল মতিন, বাবুল পাটওয়ারী, আলমগীর পাটওয়ারী, মনির হোসেন চৌধুরী, রাজু পাটওয়ারী, পৌর ছাত্রদল সদস্য সচিব শিবলু, পৌর যুবদল নেতা কৃষ্ণ কমল, যুবদল নেতা জিয়া উদ্দিন চৌধুরীসহ ওয়ার্ড ও কেন্দ্রের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ফরিদগঞ্জ উপজেলার মধ্যে এই কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য। এই ওয়ার্ডের ভোটাররা ঐতিহ্যগতভাবে গণতন্ত্রকামী ও পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়ে আসছেন। তাই সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।

বক্তারা আরও বলেন, প্রতিদিন যদি প্রত্যেক কর্মী অন্তত ২০ জন ভোটারের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন, তাহলে এই কেন্দ্র থেকেই উপজেলার সর্বোচ্চ ভোট নিশ্চিত করা সম্ভব। ত্যাগ, নিষ্ঠা ও ঐক্যের মাধ্যমে আগামীর প্রধানমন্ত্রী তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও সুখী বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে অংশীদার হতে হবে।

সভাশেষে নির্বাচনী কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়