বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ২১:১৯

ফখরুল আহমেদ ফয়সালের শোক

ফখরুল আহমেদ ফয়সালের শোক
ফরিদগঞ্জ ব্যুরো

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রামস্থ চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি, তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ লায়ন মো. ফখরুল আহমেদ ফয়সাল। তিনি তাঁর শোকবার্তায় বলেন, গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়া জাতির এক ক্রান্তিকালে গৃহবধূ থেকে রাজনীতিতে এসেছেন। শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির হাল ধরেননি, তিনি এ দেশের রাজনীতির অন্যতম প্রধান ধারক ও বাহক হয়ে উঠেন। রাজনীতির এই চলার পথে তিনি শত সহস্র যন্ত্রণা, কারাভোগ ও পুত্রশোক সহ্য করেও এ দেশের মানুষকে ভালোবেসে একদিনের জন্যেও দেশ ছেড়ে চলে যাননি। তাঁর মৃত্যুতে দেশের এক অপূরণীয় ক্ষতি হলো। বিশেষ করে ২৪-পরবর্তী রাজনীতিতে তিনি জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছিলেন। তাঁর চিরবিদায়ের মধ্য দিয়ে যে শূন্যতা সৃষ্টি হলো, তা পূরণ হওয়ার নয়। তাঁর পরিবারকে শোক সইবার তৌফিক দান করুক, এই দোয়া করি। তিনি দেশের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়