প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ২১:১৬
মার্কা দিতে পারেন নাই, প্রতিযোগিতা করার সুযোগ দিন
--------ফরিদগঞ্জের স্বতন্ত্র প্রার্থী এমএ হান্নান

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত প্রার্থী, উপজেলা কমিটির সদ্য সাবেক আহ্বায়ক এমএ হান্নান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ মুহূর্তে তিনি মনোনয়নপত্র জমা দেন।
|আরো খবর
মনোনয়নপত্র জমা দেয়ার পর এম এ হান্নান সাংবাদিকদের বলেন, তিনি দলের বিরুদ্ধে যেতে চাননি, কেবলমাত্র দলের হাজার হাজার সমর্থক ও নেতাকর্মীদের চাপে শেষ মুহূর্তে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে বাধ্য হয়েছেন।
তিনি আরও বলেন, ছাত্র জীবন থেকে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি। বিগত সরকারের আমলে হামলা-মামলা, নির্যাতন, জেল-জুলুমের শিকার হয়েছি, কিন্তু আপস করিনি। বিএনপির মনোনয়ন পেতে যত প্রকারের ক্যাটাগরি প্রয়োজন ছিলো, সবই আমার ছিলো, তারপরেও বিএনপি থেকে আমাকে মনোনয়ন দেয়া হয়নি। দলের হাইকমান্ডের কাছে আমার অনুরোধ থাকবে, মার্কা দিতে পারেন নাই তাতে কোনো দুঃখ নাই, কিন্তু প্রতিযোগিতা করার সুযোগ দিন। তিনি বলেন, হুমকি-ধমকি শুনছি, যারা স্বতন্ত্র করবে তাদেরকে মাঠে থাকতে দেবে না। নির্বাচন শুরু হলে দেখা যাবে, মাঠে কে থাকবে কে থাকবে না। তবে আমরা সুষ্ঠু পরিবেশ চাই, আমরা কাউকে ধমকও দিবো না। আমরা ভাই-ভাই, সবাইতো আমরা বিএনপির লোক। জামায়াতের লোক আমাদের ধমক দেয় না, আমাদের দলের লোক আমাদের ধমক দেয়। তাই বলছি, ভাই! আমরা একই দলের লোক ধমকাও কেন? আমাদের যখন ক্ষমতা ছিলো, আমরাতো কাউকে দোঁড়াই নাই। নির্বাচন করার জন্যে সুন্দর একটা পরিবেশ চাই।
মনোনয়ন দাখিল করার সময় এমএ হান্নানের সাথে বিএনপির ফরিদগঞ্জ পৌর কমিটির সাবেক সভাপতি আমানত গাজী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা, ফারুক হোসেন খান, রফিকুল ইসলাম কাঞ্চন, জাকির হোসেন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া মনোনয়ন দাখিলের পর ফরিদগঞ্জ পৌর এলাকায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেনের নেতৃত্বে একটি বিশাল শো-ডাউন হয়।








