রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ২০:২২

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে

ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সকল কমিটি স্থগিত

প্রবীর চক্রবর্তী ।।
ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সকল কমিটি স্থগিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির অন্যতম মনোনয়ন দাবিদার ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান মনোনয়ন বঞ্চিত হওয়ার পর থেকেই মাঠে গুঞ্জন ছিলো, যে কোনো মুহূর্তে ভেঙ্গে দেয়া হতে পারে ফরিদগঞ্জ উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের সকল কমিটি। কারণ মনোনয়ন পেয়েছেন এমএ হান্নানের অন্যতম প্রতিদ্বন্দ্বী সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ। এছাড়া মনোনয়ন বঞ্চিত হওয়ার পর থেকে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এমএ হান্নানের নেতৃত্বাধীন কমিটি লায়ন হারুনকে চ্যালেঞ্জ জানায়। ফলে অনেকটা অনিবার্য হয়ে উঠে এই আসনের বিএনপি প্রার্থীর জন্যেই উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের কমিটি বাতিল বা স্থগিত করা। এমনটাই ধারণা করছিলেন লায়ন হারুনের সমর্থকরা।

অবশেষে তাই ঘটলো। বিএনপির ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ সকল ওয়ার্ড বিএনপির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্লাহ সেলিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সংক্রান্ত ঘোষণা দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কমিটিরগুলোর সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে নতুন কমিটি ঘোষণা করা হবে ।

এ বিষয়ে জানতে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্লাহ সেলিমের মুঠোফোনে কল করলে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ সকল ওয়ার্ড বিএনপির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছি। পরবর্তীতে নতুন কমিটি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন দেয়া হয় সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদকে। ফলে এই আসনে মনোনয়ন বঞ্চিত হন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান। যদিও ইতোমধ্যেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়