প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১৯:১৯
চাঁদপুর-৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) শাহরাস্তি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
|আরো খবর
মনোনয়নপত্র সংগ্রহের সময়ে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, হাজীগঞ্জ উপজেলা আমীর বিএম কলিম উল্লাহ, নায়েবে আমীর মোজাম্মেল হোসেন পরান মজুমদার, হাজীগঞ্জ পৌর আমীর মোহাম্মদ আবুল হাসানাত পাটওয়ারী, শাহরাস্তি উপজেলা আমীর মোস্তফা কামাল, নায়েবে আমীর বাদশা ফয়সাল, শাহরাস্তি পৌর আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, নায়েবে আমীর মাস্টার সিরাজুল ইসলাম, সেক্রেটারি প্রভাষক মাওলানা আলমগীর হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।








