প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০০:১৯
বাগাদী ইউনিয়নে গণসংযোগে এমপি প্রার্থী অ্যাড. শাহজাহান
দাঁড়িপাল্লা প্রতীক ন্যায়-ইনসাফ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলার বাগাদী ইউনিয়নে গণসংযোগ করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে দাঁড়িপাল্লার প্রার্থী, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া।
|আরো খবর
মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) বিকেলে বাগাদী পশ্চিম সকদী সাহেব বাজারের মতিন মাওলানা ব্রিজ এলাকা থেকে গণসংযোগ কার্যক্রম শুরু করেন তিনি। পরে একে একে হাট-বাজার, দোকানপাট ও পথচারীদের শুভেচ্ছা জানিয়ে জনসমর্থন আদায়ের লক্ষ্যে প্রচারণা চালান। গণসংযোগকালে অ্যাড. শাহজাহান মিয়া বলেন, দাঁড়িপাল্লা প্রতীক ন্যায়-ইনসাফ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। আপনারা আমাকে সুযোগ দিলে আল্লাহর রহমতে একটি ন্যায়ভিত্তিক সমাজ, নিরাপদ ভবিষ্যৎ ও দুর্নীতিমুক্ত চাঁদপুর গড়ে তুলতে চাই।
তিনি আরো বলেন, আপনাদের এক ভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমি আপনাদের সেবা করার জন্য রাজনীতি করি, ক্ষমতার জন্য না। সুযোগ পেলে এলাকার রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থা ও কৃষি উন্নয়নে বাস্তবসম্মত পদক্ষেপ নেবো। গণসংযোগে এলাকাবাসীর সঙ্গে কথা বলতে গিয়ে তিনি শান্তিপূর্ণ নির্বাচন ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ৮নং বাগাদী ইউনিয়নের আমীর মাওলানা মো. বেলায়েত হোসেন খান, সেক্রেটারি ডা. মো. আলী হোসাইনসহ জামায়াতের ১, ২ ও ৩নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।








