শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১৫:৪৯

বেগম খালেদা জিয়ার জন্মদিনের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

জনগণের ভোটে নির্বাচিত সরকারই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম -----লায়ন মো. হারুনুর রশিদ

প্রবীর চক্রবর্তী ও এমরান হোসেন লিটন
জনগণের ভোটে নির্বাচিত সরকারই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম                                                                       -----লায়ন মো.  হারুনুর রশিদ

বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে ফরিদগঞ্জে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ মাঠে রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, আমাদের নেত্রী আপোষহীন ছিলেন বলেই আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, তাঁর জন্মদিনের অনুষ্ঠান পালন করতে পারছি। যা গত ১৭ বছরে পারিনি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বৈরাচার হাসিনা নানাভাবে হেনস্তা, এমনকি জেলে আবদ্ধ রেখে রেখে মেরে ফেলতে চেয়েছে। কিন্তু শহীদ জিয়ার আদর্শের সৈনিক বিএনপির কোটি কোটি নেতাকর্মীর দোয়া ও ভালবাসার কারণে এখন পর্যন্ত তিনি বেঁচে রয়েছেন। আগের চেয়ে তিনি ভাল রয়েছেন। এখনো তিনি আমাদের খোঁজ খবর নেন। তাঁর জন্মদিনে আমাদের একটাই প্রত্যাশা, যেই গণতন্ত্রের জন্যে তিনি সারাটা জীবন সংগ্রাম করেছেন, সেই গণতন্ত্রের পূর্ণ রূপ যেনো তাঁর হাত দিয়েই এবং আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন হয়।

তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার সব কাজ করে যেতে হবে, এমন কোনো কথা নেই। তারা যতোটুকু সম্ভব সংস্কারকে এগিয়ে নিবে, নির্বাচনের পর পরবর্তী নির্বাচিত সরকার বাকি কাজ সম্পন্ন করে এ দেশের নির্বাসিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিবে। কারণ জনগণের ভোটে নির্বাচিত সরকারই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম। যেটা বিগত জাতীয় সংসদ নির্বাচনে অনুপস্থিত ছিলো। আজকে যাদের বয়স ৩৫, তারা এ পর্যন্ত ভোট দিতে পারেননি। তারা নিজেদের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করার সুযোগ চাচ্ছে। তাই আসুন আমরা সকলে মিলে একটি দল ও দেশের জন্যে কাজ করি। নিশ্চয়ই ভবিষ্যতে আমাদের জন্যে ভাল কিছু অপেক্ষা করছে। আপনাদের পাশে অতীতেও ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনারা সাথে থাকলে অবশ্যই ভাল কিছু হবে।

ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির খান ও জেলা যুবদল নেতা সোহেল খানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক বিল্লাল কোম্পানী, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক এম এম টুটুল পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল পাটওয়ারী, সাবেক যুগ্ম সম্পাদক মানিক পাটওয়ারী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক পেয়ার আহম্মেদ, রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপিার সহ-সভাপতি আনোয়ার হোসেন, রূপসা উত্তর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আ. জলিল, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ প্রমুখ। এছাড়া বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা শেষে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্যে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়