প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ২১:০২
রাজারগাঁও ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা

হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট ২০২৫) ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আগামী ৪ আগস্ট হাজীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আনন্দ র্যালি ও পথসভায় অংশগ্রহণকে সামনে রেখে দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. মফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ওয়ার্ড বিএনপি নেতা মো. কাসেম মুন্সি।
বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. কামরুজ্জামান নেছার, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান ঢালী, বিএনপি নেতা কাজী মো. মিজানুর রহমান, যুবদলের সহ-সভাপতি মো. বাসার আহমেদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী মামুন, ছাত্রদল নেতা মো. রবিউল আউয়াল। উপস্থিত ছিলেন যুবদল নেতা আল-আমিন ভূঁইয়া, নূরে আলম খান, ছাত্রদলের সাবেক সভাপতি মো. ইউনুস খানসহ সকল ওয়ার্ড নেতা।