প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ২৩:০১
ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এস তছলিম আটক
স্টাফ রিপোর্টার

ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক জেনারেল সেক্রেটারী জিএস তছলিম আটক হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুলাই ২০২৫) রাত ১০টার দিকে তার চাঁদপুরস্থ বাসা থেকে পুলিশ তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন তার নিকটাত্মীয়।
|আরো খবর
স্থানীয় লোকজন জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে সাদা পোশাকে পুলিশ তার বাসার নিকটে পাহারায় ছিলেন। পরে রাত ১০দিকে জিএস তছলিমকে বাসা থেকে আটক করে নিয়ে যায়।