প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ২২:৪৫
ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তের পাশে দাঁড়ালেন হুমায়ুন কবির বেপারী

ফরিদগঞ্জ পৌর এলাকার ৩নং ওয়ার্ডের পূর্ব মিরপুর ছৈয়াল বাড়িতে হতদরিদ্র আইউব আলীর আগুনে পুড়ে যাওয়া একমাত্র ঘরটি এখনো সেভাবেই রয়েছে, যেভাবে পুড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিলো। অর্থাভাবে মাথাগোঁজার আশ্রয়টুকু মেরামতের জন্যে এদিকে সেদিক ঘুরছেন। আর এ সময়েই তার পাশে এসে দাঁড়ালেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন কবির বেপারী।
|আরো খবর
শনিবার (১৯ জুলাই ২০২৫) বিকেলে তাঁর পক্ষ থেকে আগুনে পুড়ে যাওয়া ঘরের মালিক আইউব আলীকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। হতদরিদ্র এই পরিবারের হাতে নগদ ২০ হাজার টাকা হুমায়ুন কবির বেপারীর পক্ষে তুলে দেন ফরিদগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাবুল। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সদস্য শরীফ বেপারী, উপজেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি আবুল হোসেন পাটওয়ারী, মো. মুছা গাজী, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আফজাল হোসেন সর্দার, পৌর তাঁতী দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুম ঢালী, আলো মিজি, রবিউল ইসলাম, সাংস্কৃতিক দলের অপু চৌধুরী, এমরান পাটওয়ারী প্রমুখ।
উল্লেখ্য, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন কবির বেপারী গত ৬ জুলাই ফরিদগঞ্জ উপজেলার গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় এসে ঘর পুড়ে যাওয়া পরিবারকে সহায়তা করার প্রতিশ্রুতি দেন।