প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ০১:৫৭
মুন্সীগঞ্জের কামারখারায় জামায়াতের রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৬ মার্চ বিকেল ৪টায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম।
এছাড়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতের শূরা সদস্য মাওলানা এ কে এম ইউসুফ, টঙ্গীবাড়ী উপজেলা আমীর আব্দুল বারী, নায়েবে আমীর সৈয়দ আব্দুর রহিম, উপজেলা ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা এসএম ইকবাল, উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, অর্থবিষয়ক সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম এবং প্রচার সম্পাদক মো. লিটন সরকার।
প্রধান অতিথি অধ্যাপক এবিএম ফজলুল করিম বলেন, "রমজানের প্রকৃত শিক্ষা হলো তাকওয়া অর্জন। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহভীতি বজায় রেখে কাজ করতে হবে।" তিনি আরও বলেন, "বাংলাদেশের অতীত শাসকরা কল্যাণ রাষ্ট্র গঠনে ব্যর্থ হয়েছে। তাই আগামী নির্বাচনে জনগণকে এমন নেতৃত্ব বেছে নিতে হবে, যারা সততা ও ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশকে স্বনির্ভর ও কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করবে।"
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সম্পাদক মনিরুল ইসলাম। মাহফিলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিসিকে/এমজেডএইস