বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৯

আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

শিক্ষার আগের পরিবেশ কোমলমতি শিক্ষার্থীদের ফিরিয়ে দেয়া হবে

---শেখ ফরিদ আহমেদ মানিক

অনলাইন ডেস্ক
শিক্ষার আগের পরিবেশ কোমলমতি শিক্ষার্থীদের ফিরিয়ে দেয়া হবে

চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের দক্ষিণ গুণরাজদী আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৫) সকাল দশটায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি তাঁর বক্তৃতায় বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষার একটি কারিকুলাম রয়েছে। গত ১৭ বছরে এই কারিকুলাম নষ্ট করে দিয়েছে ফ্যাসিস্ট সরকার । আল্লাহর অশেষ রহমতে ও সকলের অক্লান্ত পরিশ্রমে এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে পূর্বের জায়গায় ফিরিয়ে আনাটা একটু সময়ের ব্যাপার। শিক্ষার আগের পরিবেশ কোমলমতি শিক্ষার্থীদের ফিরিয়ে দেয়া হবে। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থায় ইসলাম শিক্ষাকে পর্যন্ত বাদ দিয়ে দিয়েছিল। হোক তা দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, উচ্চ বিদ্যালয় কিংবা কলেজ। তিনি বলেন, আমরা যখন স্কুলে পড়ালেখা করেছি, সেখানে ইসলামিয়াত পড়ানো হতো। গত ১৫-১৬ বছরে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ইসলামিয়াত পড়ানো হয় নি। তিনি আরো বলেন, আমি আরো বেশি শিখেছি আমাদের বাড়িতে কাচারি ঘরে। সেখানে প্রতিদিন সকালে হুজুর এসে আমাদেরকে আরবি শিখাতেন। পাড়ার অনেকেই আমরা মাটিতে বসে সেই আররি শিক্ষা গ্রহণ করেছি। আমাদের আবারো সেই শিক্ষার ব্যবস্থা করতে হবে। তা না হলে আমাদের এই কোমলমতি শিক্ষার্থীদেরকে আগামীতে সুশিক্ষা দিয়ে যেতে পারবো না। আমরা সকলে মিলে সহযোগিতা করে আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন, পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি, সদস্য সচিব অ্যাড হারুনুর রশিদ ও আনোয়ারা ইসলাম সমাজকল্যাণ ট্রাস্টের সভাপতি মো. আসাদুজ্জামান সুজন। স্বাগত বক্তব্য রাখেন ও সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার আলহাজ্ব মো. জিয়াউদ্দিন খন্দকার। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মনির হোসেন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো. নাছির ভূইয়া। সবশেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়