বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৬

চাঁদপুর পৌর ৩নং ওয়ার্ড বিএনপির ১নং মহল্লা কমিটির সম্মেলন

বিএনপি নেতা-কর্মীদের রাজনীতি হতে হবে দেশ এবং মানুষের কল্যাণে

-------আলহাজ্ব মোশারফ হোসাইন

স্টাফ রিপোর্টার
বিএনপি নেতা-কর্মীদের রাজনীতি হতে হবে দেশ এবং মানুষের কল্যাণে

চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৩নং ওয়ার্ড বিএনপির প্রধান সমন্বয়কারী আলহাজ্ব মো. মোশারফ হোসাইন বলেছেন, বিএনপি সবসময় মানুষ এবং সমাজের কল্যাণের জন্যে কাজ করছে। মানুষের দুঃখ দুর্দশা, মানুষের কষ্ট, মানুষের অধিকার যখন কেউ ছিনিয়ে নিতে চায়, তা ফিরিয়ে দেওয়ার আন্দোলনসহ সব কিছুতেই বিএনপি মানুষের পাশে ছিল। তাই বিএনপি নেতা-কর্মীদের রাজনীতি হতে হবে মানুষের কল্যাণে।

বুধবার রাতে (১২ ফেব্রুয়ারি ২০২৫) চাঁদপুর শহরের পুরানবাজার লোহারপুল বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে আয়োজিত পৌর ৩নং ওয়ার্ড বিএনপির অন্তর্ভুক্ত ১নং মহল্লা কমিটির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইশিতা বেগম।

প্রধান অতিথির বক্তব্যে হাজী মোশারফ হোসাইন আরো বলেন, চাঁদপুর জেলা বিএনপি একটি ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত দল। আমি আপনাদের সেই দলের একজন সাংগঠনিক সম্পাদক। আপনাদের ঐক্যবদ্ধ এবং শৃঙ্খলা আমাদের নেতৃত্বকে সফল করে। আমরা সেই রাজনৈতিক দলের কর্মী, যার প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যে দলের বর্তমান চেয়ারপারনগণ মানুষের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তাই দেশ এবং দেশের মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। দলের বদনাম হয় অথবা মানুষ কষ্ট পায় এমন কোনো কাজ আপনারা করবেন না। আপনারা সুশৃংখল এবং ঐক্যবদ্ধ থেকে দল এবং দেশের জন্যে কাজ করে যাবেন।

স্থানীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, একটি আত্মমর্যাদাশীল উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন।আমাদের নেতা তারেক রহমান, শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশ

দলের ৩১ দফা আপনাদের এলাকার পাড়া-মহল্লায়, বাড়িতে বাড়িতে পৌঁছে দেবেন। রাষ্ট্র সংস্কারের বিএনপির সকল কর্মসূচিতে এবং আগামীর যে কোনো নির্বাচনে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন।

তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী সরকারের নির্যাতন, নিপীড়ন, মামলা-হামলা সহ্য করে আপনারা এখনো বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ রয়েছেন। আজকের এই মঞ্চ থেকে আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ এবং অভিবাদন জানাই।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানকের নেতৃত্বে আমরা এক অভিন্ন এবং ঐক্যবদ্ধ আছি। আগামী দিনেও আমাদের এই ঐক্য এবং সুশৃঙ্খলা বজায় রাখতে হবে । এজন্যে তৃণমূল থেকে দলকে সুসংগঠিত করা হচ্ছে। যারা দায়িত্ব পেয়েছেন তারা সবাইকে নিয়ে দলের জন্যে দেশের জন্যে এবং মানুষের জন্যে কাজ করবেন।

পৌর ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কৃষক দলের সাবেক সভাপতি আবুল বাশার বাসু হাজী, পৌর বিএনপির সাবেক প্রবাসী বিষয়ক সম্পাদক ও ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মজিবুল হক মজিব, সাবেক সাধারণ সম্পাদক জাকির লস্কর, ৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সেন্টু গাজী প্রমুখ। এ সময় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষ উপস্থিত সকল নেতাকর্মীদের প্রস্তাব, পরামর্শ এবং মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে আ. খালেক খানকে সভাপতি, কামরুল ইসলামকে সিনিয়র সহ সভাপতি, মো. সাহাদাত ছৈয়ালকে সাধারণ সম্পাদক , শহিদ কাজীকে যুগ্ম সম্পাদক এবং মুসলিম মুছাকে সাংগঠনিক সম্পাদক করে ১নং মহল্লা কমিটি ঘোষনা করা হয় ।

সম্মেলন অনুষ্ঠানে ৩ নং ওয়ার্ড অন্তর্গত ১ থেকে ৪ নং মহল্লা কমিটির সুপার ফাইভসহ অন্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চাঁদপুর পৌর বিএনপি'র সম্মেলন ২০২৫ সফল করা ও সম্মেলনের কাজকে ত্বরান্বিত করার লক্ষ্যে দলের ১৫টি ওয়ার্ড এবং মহল্লা কমিটিগুলোকে পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। সেই লক্ষ্যে বিভিন্ন ওয়ার্ডে সমন্বয় টিম গঠন করা হয়। দায়িত্বপ্রাপ্তরা এখন ওয়ার্ড ওয়ার্ড সফর করে ওয়ার্ড মহল্লা কমিটির সম্মেলন করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়