প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২১
একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই পারে দেশকে সকল সংকট থেকে মুক্ত করতে : লায়ন মো. হারুনুর রশিদ
![একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই পারে দেশকে সকল সংকট থেকে মুক্ত করতে : লায়ন মো. হারুনুর রশিদ](/assets/news_photos/2025/02/07/image-58734-1738941817bdjournal.jpg)
বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, আমি গত দুই দশক ধরে রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত । এই সময়ে আমি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নিজের ব্যবসা-বাণিজ্য কিছুই করতে পারিনি। বলতে গেলে পতিত আওয়ামী লীগ সরকার আমাদেরকে রাজনীতি ছাড়াও ব্যবসাও করতে দেয়নি। সংসদ সদস্য থাকাকালীন মানুষের জন্য দিনরাত কাজ করেছি। দলের নেতা-কর্মীরা যখন মামলা হামলায় জর্জরিত তখন তাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছি। কারণ একটাই- রাজনীতিটাই হলো মানুষের পাশে দাঁড়ানো, তাদের ভালোবাসা অর্জন করা। যেটা গত ১৬ বছর আওয়ামী লীগ অর্জন করতে পারেনি বলেই তারা ৫ আগস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজ আমরা যেই মাঠে সমাবেশ করছি, হাজার হাজার নারী-পুরুষ জড়ো হয়েছে, সেখানেও আমরা এতোদিন দাঁড়াতে পারিনি। এখন আমরা কথা বলতে পারছি, রাজনীতি করতে পারছি। আমাদের মনে রাখতে হবে, আমরা এখনো ক্ষমতায় যাইনি। বস্তুত আমরা এখন বিরোধী দলের ভূমিকায় রয়েছি। তাই নেতা-কর্মীদের রাজনীতি এবং নিজেদের কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক করতে হবে। এমন কিছু করা যাবে না, যাতে দলের সুনাম ক্ষুণ্ন হয়। আওয়ামী লীগ যা করেছে, আমরা যদি তাদের মতোই আচরণ করি, তাহলে আমাদের পরিণতিও ভালো হবে না। দেশের এখন অন্তর্বর্তী সরকার রয়েছে। কিন্তু বর্তমান অবস্থার প্রেক্ষিতে একথা বলতে বাধ্য হচ্ছি, সময় যত গড়াচ্ছে ততই পরিস্থিতি খারাপ হচ্ছে। তাই যত দ্রুত নির্বাচন হবে তত দেশ ও জাতির জন্য মঙ্গল। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই পারে দেশকে সকল সংকট থেকে মুক্ত করতে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়ায় বিএনপির সমাবেশ ও শীত উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ মাঠে রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠন এবং প্রবাসী বিএনপির পরিবারের আয়োজনে রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে এবং রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির পাটওয়ারী ও যুবদল নেতা সোহেল খানের পরিচালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন বাবুল, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সেলিম পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ইকবাল পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এএম টুটুল পাটওয়ারী, প্রবাসী বিএনপি নেতা হাসান আহমেদ, মানিক পাটওয়ারী, যুবদল নেতা আ. কাদির, রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির আনোয়ার পাটওয়ারী, ইব্রাহিম খান, আব্বাছ উদ্দিন প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি উপস্থিত সহস্রাধিক নারী-পুরুষের হাতে শীতের উপহার তুলে দেন।