শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৪

হাজীগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে  শিক্ষার্থীদের বিক্ষোভ

হাজীগঞ্জে আওয়ামীলীগ নিষিদ্ধ ও জুলাই-আগস্টে গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. শাহাদাত হোসেনের নেতৃত্বে এ মিছিলটি করা হয়।

এদিন দুপুরে বিক্ষোভ মিছিলটি হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠ থেকে শুরু হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাজীগঞ্জ প্লাজার সামনে এসে শেষ হয়। এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা প্রতিনিধি শাহাদাত হোসেন।

তিনি বলেন, জুলাই-আগস্টে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি করে অসংখ্য মানুষকে হত্যা করেছে। সেই ছাত্র-জনতার দুর্বার আন্দোলন ও গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছেন। অথচ ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

'অনতিবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচার করতে হবে' উল্লেখ করে তিনি আরো বলেন, তাদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যতদিন না পর্যন্ত এ দাবি মানা হবে, ততদিন পর্যন্ত বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা মাঠে থাকবে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কামরুজ্জামান টুটুল।।

হাজীগঞ্জে আওয়ামীলীগ নিষিদ্ধ ও জুলাই-আগস্টে গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. শাহাদাত হোসেনের নেতৃত্বে এ মিছিলটি করা হয়।

এদিন দুপুরে বিক্ষোভ মিছিলটি হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠ থেকে শুরু হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাজীগঞ্জ প্লাজার সামনে এসে শেষ হয়। এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা প্রতিনিধি শাহাদাত হোসেন।

তিনি বলেন, জুলাই-আগস্টে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি করে অসংখ্য মানুষকে হত্যা করেছে। সেই ছাত্র-জনতার দুর্বার আন্দোলন ও গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছেন। অথচ ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

'অনতিবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচার করতে হবে' উল্লেখ করে তিনি আরো বলেন, তাদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যতদিন না পর্যন্ত এ দাবি মানা হবে, ততদিন পর্যন্ত বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা মাঠে থাকবে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়