প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ১৬:৫৬
শনিবার হাজীগঞ্জে আসছেন উপদেষ্টা মাহফুজ আলম
হাজীগঞ্জে ছাত্র-জনতার সাথে মতবিনিময় করবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলম। শনিবার (২৫ জানুয়ারি ২০২৫ ) তিনি হাজীগঞ্জে পৌঁঁছবেন বলে তাঁর সফরসূচি সূত্রে নিশ্চিত হওয়া গেছে। গত ২২ জানুয়ারি মাননীয় উপদেষ্টার একান্ত সচিব সৈয়দ এনামুল কবির তাঁর স্বাক্ষরে এ সফরসূচি পাঠিয়েছেন।
|আরো খবর
জানা যায়, উপদেষ্টা মো. মাহফুজ আলম রামগঞ্জে সফরসূচির পাশাপাশি হাজীগঞ্জে ছাত্র-জনতার সাথে মতবিনিময় করবেন। এই উপদেষ্টাকে স্বাগত জানিয়ে ইতোমধ্যে হাজীগঞ্জ বাজারের প্রধান সড়কে একাধিক তোরণ নির্মাণ করা হয়েছে।
মাননীয় উপদেষ্টা মো. মাহফুজ আলমের হাজীগঞ্জে আগমন ও ছাত্র-জনতার সাথে মতবিনিময় সভার বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।