মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় খালু কর্তৃক দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার
  •   সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়ার নির্দেশ!
  •   এনআইডিতে ভোটার এলাকা হিসেবে থাকছে না বর্তমান ঠিকানা
  •   জাহাজে ৭ খুনের রহস্য উদ্‌ঘাটনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি
  •   নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিললো পুকুরে

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৩

কোনো সুদী সরকারই আর চাই না

জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে নায়েবে আমীর অধ্যাপক মো. মজিবুর রহমান

অনলাইন ডেস্ক
জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে নায়েবে আমীর অধ্যাপক মো. মজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর, সাবেক এমপি অধ্যাপক মো. মজিবুর রহমান বলেছেন, ইসলাম সুদকে হারাম করেছে। এই সুদের কারণেই যত অশান্তি। দ্রব্যমূল্যের উচ্চগতি, ব্যবসায়িক ক্ষতি, রাজনৈতিক, সামাজিক ও সর্বকিছুতেই অস্থিরতা বিরাজ করছে। এর একমাত্র কারণ সুদ ও সুদের কারবার। এর থেকে আমাদের মুক্তি পেতে হবে। এদেশে এই পর্যন্ত যতো সরকার এসেছে, সব সরকারই সুদী। তাই আগামীতে আমরা কোনো সুদী সরকার দেখতে চাই না। আল্লাহর আইন বাস্তবায়ন ও সুদ, বেহায়াপনা, অশ্লীলতা, নৈরাজ্যমুক্ত সমাজ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিকল্প নেই। গত ৫৩ বছরে যেখানে একটি সমৃদ্ধ ও সুখি রাষ্ট্র হওয়ার কথা ছিলো, সেখানে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে স্বৈরশাসন, লাঠির শাসন এবং সর্বশেষ ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছে। এর থেকে মুক্তির একমাত্র পথ পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে পরিপূর্ণ রাষ্ট্র পরিচালনা করা। যা একমাত্র জামায়াতে ইসলামীর পক্ষেই সম্ভব। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এ দেশের মুসলিমরা ছাড়াও সকল ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে সকলেই ভাল থাকবে এবং সুখে থাকবে। সাবেক এই এমপি বলেন, ১৯৮৬ সালে সংসদে আমাদের জামায়াতে ইসলামী থেকে ১০ জন সংসদ সদস্য প্রতিনিধিত্ব করেছিল। সেই সময়ে সংসদে গিয়ে দেখি, সংসদ চলাকালীন সময়ে নামাজের কোনো বিরতি নেই, আরো অনেক অসংগতি। বর্তমানেও অনেক অসংগতি রয়েছে। সংবিধানসহ সকল কাজেই সংস্কার প্রয়োজন। তাই জামায়াতে ইসলামীর দাবি, আগে সংস্কার, পরে নির্বাচন। তবে সংস্কারের নামে যেন বর্তমান গদিনশিনরা আবার ক্ষমতার স্বাদ পেয়ে তাকে দীর্ঘায়িত না করে। তা হতে দেয়া যাবে না। আমাদের চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) সংসদীয় আসন থেকে প্রতিটি আসনে জামায়াতে ইসলামীর আদর্শকে তুলে ধরে ঘরে ঘরে প্রচারণা চালাতে হবে। কারণ জনগণের সামনে জামায়াতে ইসলামী ছাড়া আর কোনো বিকল্প নেই। শনিবার (২৮ ডিসেম্বর ২০২৪) সকালে ফরিদগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন। উপজেলা সদরের তিনটি স্থানে যথা বিআরডিবি মাঠ, মজিদিয়া কামিল মাদ্রাসা ও পৌরসভা মাঠে একযোগে আয়োজিত সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও. মো. ইউনুছ হেলালের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারী সাখাওয়াত হোসাইন ও পৌর সেক্রেটারী ইমরান হোসাইনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সাবেক কেন্দ্রীয় শুরার সদস্য ও সাবেক জেলা আমীর আবুল হাছনাত আহমদ উল্লাহ মিয়া, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অ্যাড. মো. শাহজাহান মিয়া, জেলা শূরা সদস্য ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাও. আব্দুল মান্নান খান । এছাড়া ঢাকা মহানগরীর সাবেক শূরা সদস্য মাও. এ কে এম মোস্তাফিজুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মো. শাহ আলম, চাঁদপুর শহর শাখার আমীর অ্যাড. শাহজাহান খান, হাজীগঞ্জ পৌর শাখার আমীর আবুল হাসানাত, ফরিদগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমীর মাও. মো. মিজানুর রহমান, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়