প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ২০:১৮
সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবি
ফরিদগঞ্জে গণজমায়েত ও স্মারকলিপি পেশ
টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে উগ্র সাদপন্থীদের নৃশংস হামলার প্রতিবাদে ও তাদের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ফরিদগঞ্জ উপজেলা উলামা পরিষদের ব্যানারে গণজমায়েত ও স্মারকলিপি দিয়া হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর ২০২৪) বিকেলে এই জমায়েত থানা চত্বরে অনুষ্ঠিত হয়। গণজমায়েতে বক্তব্য রাখেন তুলাতুলি জামে মসজিদের খতিব মুফতি আনোয়ার হোসেন, তালিমুন নিছা মহিলা মাদ্রাসার মোহতামিম মাও. আকরাম হোসেন, লাউতলি মহিলা মাদ্রাসার মোহতামিম মুফতি আনোয়ার ও মাওলানা শাহাদাৎ তপাদার। এর আগে একটি মিছিল উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে উলামা পরিষদের নেতৃবৃন্দ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলমের সাথে বৈঠক করেন।
উলামা পরিষদের স্মারকলিপিতে তারা বলেন, টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে প্রকাশ্য দিবালোকে ভারতের তাবলীগ জামাতের মুরুব্বি সাদ কাঙ্কলবী সমর্থিত সাদপন্থী নামে পরিচিত সন্ত্রাসী বাহিনী ময়দানের গেইট ভেঙ্গে তাবলীগের সাথী ভাইদের ওপর এক নারকীয় তাণ্ডব চালায়। এতে ঘটনাস্থলে ৪জন নিহত হন এবং ফরিদগঞ্জের দুজনসহ বহু ওলামায়ে কেরাম আহত হন। অদূর ভবিষ্যতে তাদের উগ্র সন্ত্রাসী বাহিনী দ্বারা দেশব্যাপী হাঙ্গামা ও পাড়ায় পাড়ায়, মসজিদ-মহল্লায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং এ রকম আরো নিন্দনীয় হামলা হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ফরিদগঞ্জের ওলামায়ে কেরাম ও সর্বস্তরের শান্তিপ্রিয় মুসল্লিগণ সরকারের সর্বোচ্চ মহল পর্যন্ত ভারতীয় এ সাদপন্থি উগ্র-সন্ত্রাস ও জঙ্গিবাদী গোষ্ঠীর সকল দাওয়াতী কার্যক্রম ফরিদগঞ্জসহ পুরো দেশে নিষিদ্ধের দাবি জানান।
ক্যাপশন :