প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ২০:২৪
ঢাকা টু আখাউড়া লংমার্চে' চাঁদপুর জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের অংশগ্রহণ

'ভারতীয় আগ্রাসনে'র প্রতিবাদে 'ঢাকা টু আখাউড়া লংমার্চে' অংশ নিয়েছে চাঁদপুর জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীবৃন্দ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১১ ডিসেম্বর বুধবার সকালে তারা দলীয় কার্যালয়ের সামনে একত্রিত হয়। এরপর মানিকুর রহমান মানিক ও ফয়সাল আহমেদ বাহারের নেতৃত্বে চাঁদপুর জেলা যুবদল, মোঃ হযরত আলী ঢালীর নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতা-কর্মীরা ঢাকা টু আখাউড়া লং মার্চ কর্মসূচিতে অংশ নেয়। বিএনপির চাঁদপুরের এই তিন সংগঠনের নেতা-কর্মীবৃন্দ কেন্দ্রীয় বহরের সাথে যুক্ত হয়ে আগরতলা অভিমুখে আখউড়ার পথে লং মার্চ করে।
এর আগে নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চাঁদপুরের নেতা-কর্মীবৃন্দ অবস্থান নেয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে সকাল ৯টায় যাত্রা করে লং মার্চের গাড়িবহর।
এই লং মার্চে ছিলেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সস্পাদক নাছির উদ্দীন নাছিরসহ তিন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
লংমার্চ শুরুর আগে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এ সময় ভারত বয়কটের ডাক দিয়ে নানা স্লোগান দেয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।
'আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, কলকাতায় জাতীয় পতাকার অবমাননা এবং উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে' এই লংমার্চের আয়োজন করা হয় ।
আগরতলা অভিমুখে আখউড়ার পথে লং মার্চ কর্মসূচিতে চাঁদপুর জেলা
যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের দেখা যাচ্ছে।