শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়ার নির্দেশ!
  •   এনআইডিতে ভোটার এলাকা হিসেবে থাকছে না বর্তমান ঠিকানা
  •   জাহাজে ৭ খুনের রহস্য উদ্‌ঘাটনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি
  •   নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিললো পুকুরে
  •   সৌদি আরবে বাংলাদেশের ১৬তম  রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৮:২৬

সাবেক মন্ত্রী নুরুল হুদার স্মরণে মতলব উত্তরে শ্রমিক দলের সভা

সাবেক মন্ত্রী নুরুল হুদার স্মরণে মতলব উত্তরে শ্রমিক দলের সভা
মাহবুব আলম লাভলু

মতলব উত্তর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কমিটির অনুমোদন হওয়ায় সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী, চারবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর ২০২৪) বিকেলে উপজেলার খন্দকারকান্দি মাদ্রাসা মাঠে আয়োজিত আলোচনা সভার পূর্বে সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার কবরে পুষ্প স্তবক অর্পণ ও বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

আলোচনা সভায় উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার ও সাধারণ সম্পাদক মো. মহসিন মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য আব্দুল মান্নান লস্কর, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা বিএনপির সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, উপজেলা তাঁতীদলের সভাপতি মো. আনোয়ার মুন্সি, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, মতলবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী, মতলব উত্তর ও দক্ষিণ থেকে চার বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা। স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার আদর্শ বুকে ধারণ করে আমরা জাতীয়তাবাদী দল করি। কিন্তু মরহুম নুরুল হুদা আজ আমাদের মাঝে নেই, তিনি মহান রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছেন। আমাদের মাঝে অভিভাবক হিসেবে রেখে গেছেন তাঁর উত্তরসূরি চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদাকে। আমরা এখন তাঁর নেতৃত্বেই সামনের দিকে এগিয়ে যেতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচন তানভীর হুদাকে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসন থেকে ধানের শীষের মার্কা নিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাবো।

আলোচনা শেষে নবগঠিত উপজেলা শ্রমিক দলের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় খন্দকারকান্দি মাদ্রাসা মাঠে এসে শেষ হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়